টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের এলেঙ্গা-চরগাবসারা হয়ে ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে ১২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে চলমান সড়ক সংস্কার কাজে ধীরগতি ও নিম্নমানের অভিযোগ উঠেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা। প্রতিদিনই যানবাহন বিকলের ঘটনা ঘটছে, আর্থিক ক্ষতির মুখে পড়ছেন চালকরা।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, উল্লিখিত মহাসড়কে ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট (DBST) পদ্ধতিতে সংস্কার কাজ চলছে। প্রকল্প অনুযায়ী ২০২৫ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি মাত্র ৮০ শতাংশ।

এদিকে অভিযোগ রয়েছে, সংস্কার শুরুর আগে পুরনো রাস্তার খানাখন্দ ও ফাটল যথাযথভাবে補修 না করেই তড়িঘড়ি করে বিটুমিন, কেরোসিন ও পাথরের সংমিশ্রণে কার্পেটিং করা হচ্ছে। এতে নতুন কাজ দীর্ঘস্থায়ী না হয়ে অল্প সময়েই দুর্বল হয়ে পড়ছে।

সড়কের বিভিন্ন অংশ সরেজমিনে ঘুরে দেখা গেছে, পুরনো পাথরের ওপর নতুন পাথর ছিটিয়ে কার্পেটিং করা হচ্ছে। এতে আগের পাথর উঠে গিয়ে নতুন পাথরের সঙ্গে সংযুক্ত হচ্ছে না। চাকার ঘর্ষণে সেসব পাথর ছিটকে যাত্রীদের শরীরে আঘাত করছে এবং যানবাহনের যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভূঞাপুরের সিএনজি চালক জাহিদ বলেন, “সম্প্রতি পালিমা ব্রিজ এলাকায় আমার গাড়ির চাকা ফেটে যায়। বাধ্য হয়ে নতুন চাকা কিনে লাগাতে হয়েছে। সপ্তাহে অন্তত তিনবার চাকা বদলাতে হচ্ছে। এভাবে গাড়ি চালিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে।”

ভুক্তভোগী যাত্রীরাও অভিযোগ করে বলেন, সড়কে চলাচলের সময় গাড়িতে প্রচণ্ড ঝাঁকুনি লাগে। নিয়মিত পাথর ছিটকে শরীরে লাগছে। কোনো ফিনিশিং কাজ চোখে পড়ছে না। অনেক স্থানে ভালো সড়কের ওপর অপ্রয়োজনীয়ভাবে কাজ করা হলেও প্রকৃত ক্ষতিগ্রস্ত স্থানে কাজ হয়নি। স্থানীয়রা বলছেন, প্রকৃতপক্ষে গর্তগুলো মেরামত করলেই চলত, অথচ পুরো সড়কে অপ্রয়োজনীয় কার্পেটিং করে কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রুমানা আক্তার বলেন, “রাস্তায় চলাচলের সময় গাড়ির ভেতরে আতঙ্কে থাকতে হয়। গায়ের ওপর পাথর এসে পড়ে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।” আরেক যাত্রী রাব্বি বলেন, “গাড়িতে এত ঝাঁকি খাই যে অসুস্থ কেউ হলে রাস্তায় প্রাণও হারাতে পারে। কাজের কোনো মান নেই, শুধু লোক দেখানো সংস্কার চলছে।”

সাব-ঠিকাদার ফারুক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা সওজের নির্দেশনা অনুযায়ী নিয়ম মেনেই কাজ করছি। অনেকেই প্রকৌশলগত দিক না জেনে ভুল ব্যাখ্যা দিচ্ছেন।”

সড়ক বিভাগের কার্যসহকারী রুবেল হোসেনও একই বক্তব্য দিয়ে জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারেই কাজ হচ্ছে। বিটুমিনাস পদ্ধতিতে এমনটা হয়ে থাকে।”

সওজের টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরি খান বলেন, “বরাদ্দ সীমিত থাকায় ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এতে যানবাহন অতিরিক্ত গতিতে চলতে পারবে না, যা দুর্ঘটনা রোধে সহায়ক।”

তবে সংশ্লিষ্টদের এ বক্তব্যে সন্তুষ্ট নন স্থানীয়রা। তাদের প্রশ্ন, “যেখানে কাজের মান নিয়ে জনমনে এত প্রশ্ন, সেখানে নিরীক্ষা ও জবাবদিহির ব্যবস্থাই বা কোথায়?”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এক প্রেমিকা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কলেজছাত্রীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) রাত পর্যন্ত পৌরশহরের বিভিন্ন এলাকায়

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) রা হয়েছে। আজ রবিবার বিএনপির দপ্তর সূত্রে এ

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুটি

আবারো পিছিয়ে যাচ্ছে রূপপুরের পরমাণু বিদ্যুৎ উৎপাদন

পাবনা প্রতিনিধি: বিদ্যুৎ উৎপাদনের চুড়ান্ত ধাপে রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ এক দশক ধরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্তাবধানে অবকাঠামো নির্মান শেষে এখন

সাদাপাথর ফেরত দিতে ডিসি সারোয়ারের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ের পর কারো

দুই দিন পেছাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট: ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে, গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু