জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজন বাংলা নববর্ষ-১৪৩২-কে বরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ‘জনসেবা চত্বর’ এ জাতীয় সংগীত ও বৈশাখের গান ‘এসো হে বৈশাখ’ পরিবশনের মধ্যে দিয়ে নববর্ষ উদযাপনের কর্মসূচি শুরু করা হয়।
এদিন জেলা প্রশাসকর কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জনসেবা চত্বরে এসে শেষ হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বেলুন ও পায়রা উড়িয়ে জনসেবা চত্বরে ‘বৈশাখী মেলা’র উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, টাঙ্গাইল প্রসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্বেছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের নারী-পুরুষ-শিশুরা অংশগ্রহণ করেন।
বৈশাখী মেলায় অর্ধশত স্টল স্থান পায়। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়স্কপ, লাঠি খেলা, সাপ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়।
এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির র্যালি করা হয়েছে। টাঙ্গাইল শহরের চাইল্ডহুড ও স্টার ওয়ার্ল্ড নামক দুটি স্বেছাসেবী সংগঠনের উদ্যোগে ওই ঘোড়ার গাড়ির র্যালির আয়োজন করা হয়। ঘোড়ার গাড়ি র্যালির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নুরুল ইসলাম, রুবেল, মহবত হোসেন, শফিকুজ্জামান খান মোস্তফা, মহিউদ্দিন সুমন, বাতেন, শামীম আল মামুন, শাফিউজ্জামান মোস্তফা প্রমুখ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.