নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্গা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম বিপ্লব কর্মকার (৪০)। তিনি করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে এবং স্থানীয় ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে একটি প্রাইভেটকারে করে আসা তিন থেকে চারজন দুর্বৃত্ত পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তার পথরোধ করে। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে এবং সঙ্গে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.