টাঙ্গাইলে দুই নারীসহ চার মাদক বিক্রেতা গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকা থেকে সোমবার (৪ নভেম্বর) ভোরে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যর বিক্রি নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এবং টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়ায় রবিবার (৩ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে ১৮৭ গ্রাম হেরোইন সহ দুই নারী বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

জানা যায়, গোপণ খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) একটি দল বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক সেতুপূর্ব রেল স্টেশন এলাকায় সোমবার ভোর ৪টার দিকে অভিযান চালায়। অভিযানে কাভার্ডভ্যানে তল্লাসী চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যর ৩৫০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক বিক্রেতা দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ফরহাদ মোল্লার ছেলে মো. চঞ্চল মাল্লা (২৭) ও একই উপজেলার অশ্বীনি কান্ত রায়ের ছেলে খিতিশ চন্দ্র রায় (৩৭)। দৌড়ে পালিয়ে যাওয়া মাদক বিক্রেতারা হচ্ছেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার রহিম (৪২) ও রংপুর জেলার শামীম (৪৫)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেনের নেতৃত্বে একটি চৌকষ দল বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের সেতুপূর্ব রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় কাভার্ডভ্যানে মাদকদ্রব্য পরিবহণকালে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ উল্লেখিত দুজনকে গ্রেফতার করা হয়। অন্য দুজন দৌড়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

অপরদিক, টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়ায় রবিবার (৩ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয় ১৮৭ গ্রাম হেরোইন সহ দুই বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। র‍্যাব-১৪ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃত হেরোইন বিক্রেতারা হচ্ছেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দুল্লা গ্রামের মো. ফরহাদ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (৩৬) ও একই এলাকার মো. লিটন মিয়ার স্ত্রী রিতা বেগম ওরফে বানু (৩৮)।

র‍্যাব-১৪ এর সিপিসি-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপণ সংবাদের ভিত্তিতে একদল র‍্যাব শহরের দক্ষিণ কলেজপাড়ার জৈনক রফিক ওসির বাড়িতে অভিযান চালিয়ে ১৮৭ গ্রাম হেরোইন সহ উল্লেখিত দুই নারী বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, অভিযানকালে তাদের কাছে থাকা নগদ দুই লাখ ১৫ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ও চারটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে বিরাজমান প‌রি‌স্থি‌তির কারণে গতকাল বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। তবে এবার পরবর্তী নির্দেশনা না দেয়া

সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায়, তা স্থগিত করা

মে মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে

৯০ দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে ভারতের প্রতি আহবান জয়ের

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে বাংলাদেশে ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে। যুক্তরাষ্ট্রের

বেলকুচিতে অসুস্থ বিধবাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে অসুস্থ বিধবাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তামাই গ্রামের কুয়েত পাড়ার বাসিন্দা গোলবার হোসেনের বিরুদ্ধে। জানা যায় গত ৮ ই নভেম্বর

কোহলির ফোন নম্বর কি নামে সেভ করেছেন আনুশকা

বিরাট কোহলি ও আনুশকা শর্মা। একজন তারকা ক্রিকেটার, অন্যজন রুপালি পর্দার সফল অভিনেত্রী। এই দুই তারকার আরও একটি পরিচয় তারা স্বামী-স্ত্রী।  ভারতের অন্যতম জনপ্রিয় তারকা