টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর তাসরিফা আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির মৃত্যু হলে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও ক্লিনিক কর্তৃপক্ষ গা ঢাকা দেন বলে অভিযোগ উঠেছে।
মারা যাওয়া তাসরিফা আক্তার দেলদুয়ার উপজেলার পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে। পারভেজ ঢাকার ইপিজেড এলাকার একটি কারখানায় মেকানিক পদে কর্মরত।
শিশুর বাবা পারভেজ মিয়া জানান, শুক্রবার সকালে স্ত্রী পলি আক্তারকে সঙ্গে নিয়ে মেয়েকে টনসিলের সমস্যা নিয়ে মির্জাপুর মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে তাসরিফাকে ভর্তি করা হয় এবং দুপুর পৌনে ২টার দিকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়। নাক-কান-গলার চিকিৎসক ডা. মো. মাসুম বিল্লাহ অস্ত্রোপচার সম্পন্ন করেন। অপারেশনের পর চিকিৎসক জানান, অপারেশন সফলভাবে শেষ হয়েছে।
তবে কিছুক্ষণ পর শিশুটি ছটফট করতে থাকে। বিষয়টি জানানো হলে একজন নার্স এসে জানান, টনসিল অপারেশনের পর এমনটি স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং সে নিথর হয়ে পড়ে। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসরিফাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে তাসরিফার বাবা-মা ক্লিনিকে ফিরে গেলে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় অস্ত্রোপচারের চিকিৎসক, নার্স ও মালিকপক্ষ ক্লিনিক থেকে পালিয়ে যান।
শিশুর মা পলি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ের কোনো সমস্যা ছিল না। ওরা আমার তরতাজা মেয়েকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’
চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রসঙ্গে অস্ত্রোপচারের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ বলেন, ‘অস্ত্রোপচার সফল ছিল, তবে অ্যানেসথেসিয়ার কারণে এমনটি হতে পারে।’
এ বিষয়ে অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ সাইফ আবদুল্লাহ বলেন, ‘অ্যানেসথেসিয়ায় ভুল হলে রোগীর জ্ঞান ফেরে না। অথচ শিশুটির জ্ঞান ফিরেছিল এবং সে কথা বলতেও পেরেছিল।’
এদিকে, শিশুর মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ ক্ষতিপূরণের নামে সমঝোতার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম স্বীকার করেছেন যে, ‘শিশুর বাবার সঙ্গে আপসের চেষ্টা চলছে।’
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.