টাঙ্গাইলে টনসিল অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর তাসরিফা আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির মৃত্যু হলে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও ক্লিনিক কর্তৃপক্ষ গা ঢাকা দেন বলে অভিযোগ উঠেছে।

মারা যাওয়া তাসরিফা আক্তার দেলদুয়ার উপজেলার পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে। পারভেজ ঢাকার ইপিজেড এলাকার একটি কারখানায় মেকানিক পদে কর্মরত।

শিশুর বাবা পারভেজ মিয়া জানান, শুক্রবার সকালে স্ত্রী পলি আক্তারকে সঙ্গে নিয়ে মেয়েকে টনসিলের সমস্যা নিয়ে মির্জাপুর মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে তাসরিফাকে ভর্তি করা হয় এবং দুপুর পৌনে ২টার দিকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়। নাক-কান-গলার চিকিৎসক ডা. মো. মাসুম বিল্লাহ অস্ত্রোপচার সম্পন্ন করেন। অপারেশনের পর চিকিৎসক জানান, অপারেশন সফলভাবে শেষ হয়েছে।

তবে কিছুক্ষণ পর শিশুটি ছটফট করতে থাকে। বিষয়টি জানানো হলে একজন নার্স এসে জানান, টনসিল অপারেশনের পর এমনটি স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং সে নিথর হয়ে পড়ে। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসরিফাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে তাসরিফার বাবা-মা ক্লিনিকে ফিরে গেলে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় অস্ত্রোপচারের চিকিৎসক, নার্স ও মালিকপক্ষ ক্লিনিক থেকে পালিয়ে যান।

শিশুর মা পলি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ের কোনো সমস্যা ছিল না। ওরা আমার তরতাজা মেয়েকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’

চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রসঙ্গে অস্ত্রোপচারের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ বলেন, ‘অস্ত্রোপচার সফল ছিল, তবে অ্যানেসথেসিয়ার কারণে এমনটি হতে পারে।’

এ বিষয়ে অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ সাইফ আবদুল্লাহ বলেন, ‘অ্যানেসথেসিয়ায় ভুল হলে রোগীর জ্ঞান ফেরে না। অথচ শিশুটির জ্ঞান ফিরেছিল এবং সে কথা বলতেও পেরেছিল।’

এদিকে, শিশুর মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ ক্ষতিপূরণের নামে সমঝোতার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম স্বীকার করেছেন যে, ‘শিশুর বাবার সঙ্গে আপসের চেষ্টা চলছে।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচার চায় খুশী খাতুন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচারের আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দৌলতপুর গ্রামের ভুক্তভোগী নারী খুশী খাতুন। রবিবার (১৬ মার্চ) সকালে

গাজায় ইজরাইলের হামলার প্রতিবাদে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সম্প্রতি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজায় ইজরাইলের হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের সামাজিক ও মানবিক সংগঠন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে শুক্রবার জুমা নামাজ পর

যমুনা রেল সেতু দিয়ে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রমত্তা যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহত্তর যমুনা রেল সেতুতে রবিবার (৫ জানুয়ারি) পূর্ণগতিতে ট্রায়াল ট্রেনের (পরীক্ষামূলক) টেস্ট রান আপ ও

সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার: মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে ৬

ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারেই নির্ধারিত হবে ডলারের দর। দেশে ডলারের বিনিময়

বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের মিলন মেলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের (রাজ মিস্ত্রি) মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) রাতে বেলকুচি পৌর সদরের একটি রেস্টুরেন্টে শতাধিক নির্মান বন্ধু