জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলে জাতীয় পার্টির জেলা কার্যালয় ভাঙচুর করেছে গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২ টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে শহরের ছয়আনী বাজারে অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা অফিসের আসবাবপত্র ভেঙে রাস্তায় ফেলে দেয়।
পরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নগর জালফৈ বাইপাস এলাকায় অবরোধ সৃষ্টি করে। সেখান প্রায় আধঘণ্টা অবস্থান করে তারা। এসময় বিক্ষোভকারীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’ ইত্যাদি স্লোগান দেয়। গণঅধিকার পরিষদের নেতারা অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.