জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও লাল অঙ্গীকার কর্মসূচি পালন করেছে ডিপ্লমাধারীরা। মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) দুপুরে টাঙ্গাইল প্রসক্লাবের সামনে কারিগরি ছাত্র আন্দোলন ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগ ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা দাবির স্বপক্ষ বিভিন্ন স্লোগান দেয়।
কর্মসূচি চলাকাল বক্তব্য রাখেন, বাংলাদশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু, শিক্ষার্থী রজমান শেখ প্রমুখ।
বক্তারা বলেন, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিতভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। তাদের এ ধরনের কর্মসূচি বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুতই বাস্তবায়নের দাবি করছি।
এর আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয় বিক্ষোভ মিছিল করতে থাকে। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.