
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে চলতি বছরের তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) শহীদ মারুফ স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুন্তাবীন। আন্তঃকলেজ টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করছেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলার ১৬টি কলেজ নকআউট ভিত্তিক ওই টুর্নামেন্টে অংশগ্রহন করছে।











