টাঙ্গাইলের ৪০ লাখ জনগনের শীতবস্ত্রের বরাদ্দ ৮৭ লাখ টাকা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ৪০ লাখের অধিক জনসংখ্যার বিপরীতে শীতবস্ত্রের জন্য বরাদ্দ করা হয়েছ মাত্র ৮৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের ত্রাণ তহবিল থেকে ১০ হাজার কম্বল বরাদ্দ করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে এ তথ্য জানাগেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ১২টি উপজেলা ও ১১টি পৌরসভার ৪০ লাখ ৩৭ হাজার ৬০৮ জন মানুষের বিপরীতে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের জন্য মোট ৮৭ লাখ ৫০ হাজার টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে ধনবাড়ী উপজেলার জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা ও পৌরসভার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা, মধুপুর উপজেলার জন্য ৬ লাখ ও পৌরসভার জন্য ২ লাখ টাকা, গোপালপুর উপজেলায় ৫ লাখ ৫০ হাজার টাকা ও পৌরসভার জন্য ২ লাখ টাকা, ভূঞাপুর উপজেলায় ৫ লাখ টাকা ও পৌরসভার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা, ঘাটাইল উপজেলায় ৬ লাখ টাকা ও পৌরসভায় ২ লাখ টাকা, কালিহাতী উপজলায় ৬ লাখ এবং কালিহাতী পৌরসভায় ১ লাখ ৫০ হাজার ও এলেঙ্গা পৌরসভায় ১ লাখ টাকা, টাঙ্গাইল সদর উপজেলায় ৬ লাখ টাকা ও পৌরসভায় ২ লাখ টাকা, দেলদুয়ার উপজেলায় ৫ লাখ ৫০ হাজার টাকা, নাগরপুর উপজেলায় ৬ লাখ টাকা, মির্জাপুর উপজেলায় ৬ লাখ টাকা ও পৌরসভায় ২ লাখ টাকা, বাসাইল উপজেলায় ৫ লাখ ও পৌরসভায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং সখীপুর উপজেলায় ৬ লাখ ও পৌরসভায় ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সূত্রমতে, বরাদ্দপ্রাপ্ত উল্লেখিত টাকা দিয়ে ‘কোটশন বিজ্ঞপ্তি’র মাধ্যমে শীতবস্ত্র হিসেবে কম্বল কিনে ছিন্নমূল, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্য বিতরণ করা হচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে পাওয়া ১০ হাজার কম্বলের মধ্য থেকে ১২টি উপজেলায় ৫০০পিস করে ৬ হাজার কম্বল দেওয়া হয়েছে। বাকিগুলো জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

সূত্র জানায়, জেলার রেল ও বাস স্টেশন, মসজিদ-মাদ্রাসা ও স্কুল-কলেজের বারাদা, হাসপাতাল ও চিকিৎসালয় এবং বিভিন্ন মার্কেটের আঙিনায় অসহায় ছিন্নমূল মানুষের শীত নিবারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরজমিন প্রত্যক্ষ করে কম্বল বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ও কাতুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে পাওয়া ৭৫০পিস কম্বল বিতরণ করেন, জেলা প্রশাসক শরীফা হক। ওই কম্বল বিতরণকাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্ল্যাহ-আল-মামুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, জেলা প্রশাসনের ডেপুটি নেজারত কালেক্টর মো. আল আমিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান জানান, শীতবস্ত্র কেনার জন্য সরকারিভাবে ১২ উপজেলায় প্রথম পর্যায়ে তিন লাখ টাকা করে মোট ৩৬ লাখ এবং দ্বিতীয় পর্যায় আরও ৩২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া জেলার ১১টি পৌরসভার মধ্যে প্রথম শ্রেণির জন্য দুই লাখ করে, দ্বিতীয় শ্রণির জন্য দেড় লাখ করে এবং তৃতীয় শ্রেণির জন্য এক লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে।

তিনি জানান, বরাদ্দ পাওয়া টাকা দিয়ে ‘কোটশন বিজ্ঞপ্তি’র মাধ্যমে শীতবস্ত্র হিসেবে কম্বল কিনে ন্যায্যতার ভিত্তিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া কম্বলগুলোর বিতরণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এছাড়া প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ হাজার কম্বলও শেষের দিকে।

তিনি আরও জানান, ৪০ লাখ জনগোষ্ঠীর এ বিশাল জেলায় প্রাপ্ত বরাদ্দ অপ্রতুল। আরও বেশি বরাদ্দ পাওয়া গেলে সাধারণ মানুষের শীত নিবারণে অধিকতর ভূমিকা পালন করা যাবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই জাতীয় নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ এম এম নাসির উদ্দীন। আজ শনিবার সকালে

প্রধান উপদেষ্টার সঙ্গে দুই থাই মন্ত্রী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী (এমএসডিএইচএস) বরাওয়ুত সিলপা-আর্চা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়

শাহজাদপুরে চা বিক্রি করে সংসার চালায় শিশু সুমাইয়া

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ যে বয়সে বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে বইখাতা ফেলে গত ১ বছর হল চা বিক্রি করে সংসার চালাচ্ছে

শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি সার্ভিস ডিভিশন থেকে

দেশ গঠনে নেতৃত্ব দিতে চাইলে আমাদের কথা শুনতে হবে: তারেককে ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক: দেশকে নতুন করে গঠনে তারেক রহমান নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক ফরহাদ মজহার। সেই সঙ্গে নেতৃত্ব নিতে চাইলে

খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত “বিশ্ব শান্তি মঞ্জিল” এনায়েতপুর পাক দরবার শরীফের ১১০তম পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানস্থলে