জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বেড়েছে যমুনা সেতুর টোল আদায়। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপারের বিপরীতে দুই কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। বুধবার (৪ জুন) বাসকে’র যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসক) যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৭ হাজার ৬৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা।
বাসকে’র যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। ঈদযাত্রা নির্বিঘ্নে করতে যমুনা সেতু কর্তৃপক্ষ পূর্ব ও পশ্চিম অংশে ৯টি করে ১৮টি টোলবুথ স্থাপনসহ মোটরসাইকলের জন্য আলাদা ৪টি বুথ স্থাপন করেছে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে যানবাহন চলাচল মনিটরিং করা হচ্ছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম জানান, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে মহাসড়কে ৬ শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিক কাজ করছেন। মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.