টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ে বিচ্ছেদের হার ৩৬.২৮ শতাংশ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দিন দিন বিয়ে বিচ্ছেদের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। স্থানীয় হিসাব বলছে, প্রতি ১০০টি বিয়ের মধ্যে প্রায় ৩৬টি বিচ্ছেদে গড়াচ্ছে- যা সামাজিক ও পারিবারিক কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে।

ভূঞাপুর উপজেলা ও পৌর কাজী অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৮৩৭টি বিয়ে হয়েছিল, যেখানে ৩১৯টির বিচ্ছেদ হয়। এক বছর পর ২০২৪ সালে বিয়ে বেড়ে ৯২৯টিতে পৌঁছায়, একই সঙ্গে বিচ্ছেদের সংখ্যা ১৮টি বেড়ে ৩৩৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ মোট বিয়ের তুলনায় বিচ্ছেদের হার ৩৬.২৮%।

তথ্যানুসন্ধানে দেখা যায়, এ উপজেলার নিকরাইল ইউনিয়নে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। সেখানে গত বছরে ১১৩টি বিয়ে বিচ্ছেদ হয়েছে। এছাড়া গাবিন্দাসী ইউনিয়নে ৩৯টি, গাবসারা ইউনিয়নে ৪৮টি, অজুর্না ইউনিয়নে ৫৭টি, অলোয়া ইউনিয়নে ৩২টি, ফলদা ইউনিয়নে ৪২টি এবং পৌর এলাকায় (তিনটি কাজী অফিস) ৪১টি বিচ্ছেদের ঘটনা ঘটেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, বিয়ে বিচ্ছেদের পেছনে বাল্যবিয়ে, স্ত্রীর প্রতি স্বামীর উদাসীনতা, পরকীয়া, নারীর প্রতিবাদী রূপ, নারী শিক্ষার অপ্রতুলতা, স্বামীর মাদকাসক্তি, দীর্ঘদিন স্বামী প্রবাস থাকা, শ্বশুর-শাশুড়ির নির্যাতন, যৌতুকের চাপ, স্বামীর নির্যাতন প্রভূতি কারণে বিয়ে বিচ্ছেদ ঘটছে।

জানা যায়, স্থানীয় সমাজ বিয়েকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন হিসেবে দেখা হয় এবং পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামের বেশিরভাগ কৃষক পরিবার তরুণ-তরুণীদের মধ্যে বিয়ে হয়ে থাকে। যেখানে সামাজিক ঐতিহ্য ও পারিবারিক সম্মান বজায় রাখার গুরুত্ব বেশি থাকে।

স্থানীয় সামাজিক সংগঠন ও সমাজকর্মীরা জানান, বিয়ের প্রবণতা নির্দিষ্ট সামাজিক কাঠামো এবং সংস্কুতির ওপর বহুলাংশে নির্ভরশীল। তাই প্রথাগতভাবে তরুণ-তরুণীদের বিয়ে দেওয়া হয়। যুবক-যুবতী হয়ে বিয়ের সংখ্যা খুবই কম। তবে বেশিরভাগ তরুণ-তরুণীরা বর্তমান স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে চাইলেও সামাজিক চাপের কারণ তা সম্ভব হয়ে ওঠে না।

কয়কজন তরুণী নাম প্রকাশ না করে জানায়, তারা শিক্ষার মাধ্যম জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলতে চান। পরিবারের অনাগ্রহ এবং সমাজের দিকে তাকিয়ে তারা অনেক সময় নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না।

একই শর্তে একাধিক নারী জানায়, সামান্য কারণে একজন নারী কখনও বিয়ের বিচ্ছেদ চায় না। শারীরিক ও মানসিক নির্যাতন যখন সীমা অতিক্রম করে, ধর্যের বাঁধ ভেঙে যায়- কেবল তখনই বাধ্য হয়ে এ কাজ করতে হয়। তখন তাদেরকে ‘ডিভোর্সী’ তকমা দিয়ে চোখে দেখা হয়।

এক বিচ্ছেদকৃত নারী জানান, পারিবারিক অশান্তি এবং আর্থিক সংকটে তাদের সম্পর্কের মধ্যে ভাঙন তৈরি করেছে। এখন তিনি ডিভোর্সী তকমা নিয়েও স্বাধীনভাবে জীবন শুরু করতে চান।

মো. মনির নামে এক যুবক জানায়, তিনি পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের বিবাহিত সময়ে ভালোই যাচ্ছিল- তার একটা সন্তান আছে। কিন্ত তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে সাজানো মামলা দিয়ে তাকে জেলে পাঠায়। তারপর স্ত্রী তাকে তালাক দেয়।

ভূঞাপুর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান জানান, বিচ্ছেদ বা পরিবার ভাঙার ক্ষেত্রে সমাজের একটি নৈতিবাচক মনোভাব থাকে। তবে পরিবারগুলোর মধ্যে সচতনতা বৃদ্ধি এবং একটি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার চেষ্টা করতে হবে।

ভূঞাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম জানান, বাল্য বিয়ে প্রতিরোধে তারা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। বিয়ে বিচ্ছেদ সম্পর্কে তারা কাউন্সিলিং শুরু করেছেন। তবে এ ক্ষেত্রে অভিভাবকদের বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে- তবেই সমাধান পাওয়া সহজতর হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হলো আখেরি মোনাজাতের মধ্য দিয়ে

নিজস্ব প্রতিবেদক: আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। রোববার, সকাল ৯টা ৬ এ শুরু হওয়া

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি লঞ্চে থাকবেন ৪ জন আনসার সদস্য   

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে লঞ্চ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে রোববার থেকেই প্রতিটি লঞ্চে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা

রায়গঞ্জে লোকালয় ঘেঁষে ফসলি জমিতে অটো-রাইস মিল, পরিবেশের বারোটা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পরিবেশ আইনের তোয়াক্কা না করে সিরাজগঞ্জের রায়গঞ্জে জনবসতি ঘেঁষে গড়ে উঠেছে ছোটবড় স্বয়ংক্রিয় ২৭৩টি চালকল। এসব চালকলের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলি জমি,

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার, মৃত ৪

নিজস্ব প্রতিনিধি বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ জুলােই) সকাল পৌনে ১০টার দিকে ওয়াটার বাসটি পানির

কালুরঘাট নতুন সেতুর কিলোমিটারপ্রতি নির্মাণ ব্যয় পদ্মা সেতুর কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর অন্তর্বর্তী সরকারের অনুমোদন দেয়া প্রকল্প কালুরঘাট ‘রেল কাম রোড’ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে বুধবার। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর

বেলকুচিতে মন্ডল ট্রেডার্স এন্ড গ্লাস হাউজের উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মন্ডল ট্রেডার্স এন্ড গ্লাস হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার চালাস্থ হাজী আব্দুল