টাকা না পেয়ে ব্যাংকে গ্রাহকদের তালা

ঠিকানা টিভি ডট প্রেস: টাকা তুলতে না পেরে একটি ব্যাংকের শাখা ঘেরাও করে প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন গ্রাহকরা। মঙ্গলবার (২২ অক্টোবর)। সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্স অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখায় ঘটনাটি ঘটে। শাখাটির ব্যবস্থাপক মো. মাহবুব আলম ও চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

গ্রাহকরা জানান, আজ সকালে তারা টাকা তুলতে চেক নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে আসেন তারা। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করে দেন। এতে উত্তেজিত হয়ে ওঠেন গ্রাহকরা। পরে তারা ব্যাংকের প্রবেশ গেটে তালা লাগিয়ে দেন। পরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) এসে গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ব্যাংকের গ্রাহক ইয়াকিন খান বলেন, ‘দুই সপ্তাহ ধরে ব্যাংকে আসছি টাকার জন্য। তারা টাকা দিতে পারছে না। ব্যাংকে আসলে তারা বলে, সামনের সপ্তাহে আসেন ঠিক হয়ে যাবে। আজকে ব্যাংকে এসে দেখি কোনো টাকা দিচ্ছে না। পরে টাকা নিতে আসা অন্য সব গ্রাহক জড়ো হয়ে ব্যাংকের প্রবেশ গেটে তালা লাগিয়ে দেন। আমরা আমাদের টাকা ফেরত চাই।’

ব্যাংকের শাখাটির ম্যানেজার মো. মাহবুব আলম বলেন,রোববার ও গতকাল সোমবার লেনদেন চালু ছিলো। সেদিন গ্রাহকদের সাধ্যমত টাকা দিতে পারিনি। আজ ব্যাংকে পুরোপুরি লেনদেন বন্ধ রাখা হয়। যে কারণে গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে বাইরে দিয়ে তালা মেরে দেন। আমরা প্রধান কার্যালয়ে কথা বলেছি, উনারা আমাদের ২০ লাখ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আশা করি, টাকাগুলো আসলে গ্রাহকদের ৫-১০ হাজার টাকা করে দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমি গ্রাহকদের বলবো, আপনারা একটু ধৈর্য ধরুন। ব্যাংক অবশ্যই আগের মত দাঁড়িয়ে যাবে। ব্যাংকের পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের কিছুদিন সময় দিতে হবে।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘আমরা খবর পাই, সোশ্যাল ইসলামী ব্যাংকে এসে গ্রাহকরা ভিড় জমাচ্ছেন, তারা তাদের টাকা পাচ্ছেন না। পরে থানা থেকে টহল পার্টি ব্যাংকে পাঠানো হয়। পরিস্থিতি আরও অবনতি হলে তখন আমি নিজে এসে পরিস্থিতি স্বাভাবিক করি। আমি ব্যাংকের ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কিছু টাকা আনার ব্যবস্থা করি। আশা করছি, যে টাকা আসবে তা দিয়ে গ্রাহকদের আপাতত সন্তুষ্ট করা যাবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জন্মদিনের আগে নিজের মৃত্যুসংক্রান্ত পোস্ট লেখার ইচ্ছা ছিল না’

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতায় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক নারী শিক্ষার্থীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি

হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) একই স‌ঙ্গে তা‌দের

যমুনাসেতুর পরিত্যক্ত রেলপথটি হোক সিএনজি অটোরিক্সার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত যমুনা রেলওয়ে সেতু পরীক্ষা মূলক ট্রেন চলেছে ২৬ নভেম্বর। জানুয়ারিতে যমুনা রেলওয়ে সেতু উদ্বোধন হলে মূল যমুনাসেতুর

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিএনপির সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: তিন-তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।’ বুধবার (০৩ জুলাই ২০২৪)

ভারত ছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে।

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্লিঙ্কেনকে ২২ সিনেটরের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব