নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ‘ঘনো’। শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে সেনাবাহিনী, র্যাব ও কালীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে দুধরাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম।
গ্রেপ্তারকৃত ঘনো কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, এক সময়ের আলোচিত আওয়ামী লীগপন্থী ক্যাডার ঘনো গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করে বিএনপিতে যোগ দিতে চায়। এরপর থেকে সে এলাকায় একের পর এক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও লুটপাটে জড়িত হয়।
সর্বশেষ ১ জুন জামাল ইউনিয়নে বিএনপি কর্মী আপন দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যা মামলায় ঘনো এজাহারভুক্ত ২৪ নম্বর আসামি ছিলেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘনোর বিরুদ্ধে আগে থেকেই চারটি মামলা রয়েছে। অভিযানকালে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.