উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
৬ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলা মোড়ে কার্যালয় উদ্বোধন করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।
এসময় বক্তব্য প্রদান কালে ডাঃ ফরিদ বলেন, ঝিকরগাছা-চৌগাছায় এতোমধ্যে দাঁড়িপালার গণজোয়ার সৃস্টি হয়েছে। এই দৃশ্য গোটা দেশে বিরাজমান। আগামীদিন উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে মানুষ জামায়াতসহ ৮ দলকে ক্ষমতায় আনবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম প্রমুখ।
সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.