যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় মোকামতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন আল কুরআন একাডেমি লন্ডনের ট্রাস্টি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সেবা হলো প্রকৃত ধর্ম। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।” তিনি আগত রোগীদের ধৈর্যসহ চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।
মাদ্রাসা ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় এক হাজার তিন শতাধিক মানুষ এ ক্যাম্পে সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদান করেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা।
পাল্লা গ্রামের ময়না খাতুন জানান, “চোখের সমস্যার চিকিৎসা নিতে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো সেবা পেয়েছি।”
বোধখানা গ্রামের আলী হোসেন বলেন, “আর্থিক সংকটে দীর্ঘদিন চিকিৎসা নিতে পারিনি। এই ফ্রি ক্যাম্প থেকে মানসম্মত সেবা পেয়েছি। ভবিষ্যতেও এমন আয়োজন চাই।”
ক্যাম্পে আগত রোগীদের মধ্যে পবিত্র কুরআন শরীফও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের সভাপতি মাহবুব উল আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক মো. ইমদাদুল হক, সমাজসেবক মো. নুরুজ্জামান, মোকামতলা দাখিল মাদ্রাসার সভাপতি মো. এনামুল কবির ও জহিরুল ইসলাম। সার্বিক সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার অসহায় জনগণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.