সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গায় জোরপূর্বক জমি দখল, অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে সলঙ্গা বাজারের মাস্টার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মদিনা খাতুন অভিযোগ করেন, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের তাদের খাজনা খারিজকৃত সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম গং। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতে দায়েরকৃত মামলায় (নম্বর-৬৮/২১) তারা পরাজিত হয়। পরে বে পরওয়া হয়ে ওঠেন আব্দুল আলীম গং।
তিনি আরও বলেন, গত ১৭ আগস্ট রবিবার সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের নির্দেশে তার লোকজন দলবল নিয়ে জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ করতে গেলে বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তার ছোট বোন ৮ মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুনকে মারধর করে গুরুতর আহত করেন । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা গৃহবধূর মা মোছাঃ সিরিয়া খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমলী আদালতে আব্দুল আলীমসহ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার আসামিদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানায়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.