জেলা মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদককে কোটালীপাড়া যুবদলে অনুপ্রবেশের চেষ্টা,রাজনৈতিক মহলে গুঞ্জন 

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনাকারী ও গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর আন্দোলনে কয়েকশ লোকের নেতৃত্বদানকারী গোপালগঞ্জ জেলা মৎসজীবীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি লুৎফর রহমানকে কোটালীপাড়া উপজেলা যুবদলে অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছে । লুৎফর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের সামছুল হকের ছেলে।

এদিকে ৫ জুলাই গণ-অভ্যুত্থানের পর কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্তরে দাড়িয়ে লুৎফর রহমানের সাথে ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেন কোটালীপাড়ার স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে মানুষের মাঝে জানজানি হলে দলীয় চাপে সেই ছবি ডিলেট করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহবায়ক লালন শেখ ও ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার কোটালীপাড়া রিপোটার্স ক্লাবে এক প্রেস বিজ্ঞপ্তিতে ও সামাজিক যোগাযোগ ফেসবুক পোষ্টের মাধ্যমে জানান, স্থানীয় ভাই হিসেবে ছবি তোলা হয়েছে, এটি কোনো রাজনৈতিক ছবি নয়।

কোটালীপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে লুৎফর রহমান মোঃ লুৎফর রহমান বঙ্গবন্ধু সৈনিক লীগ, গোপালগঞ্জ জেলার সভাপতি, মুক্তিযোদ্ধা কল্যাণ ও পরিবার পুণর্বাসন সোসাইটি (রেজিঃ নং-৬৩/৬) সাধারণ সম্পাদক,

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, গোপালগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭১-এর হেমায়েত বাহিনী মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক এতো গুলো বিগত সরকারের আমলে পদথাকা সত্ত্বেও কিভাবে এখনো বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে চলাফেরা সহ একসাথে ছবি তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। এছাড়াও নাম না প্রকাশে অনেকে জানান, লুৎফর রহমান এলাকায় থাকছে যুবদল, ছাত্রদল সহ অনেক নেতাকর্মীদের ছত্রছায়ায়।

এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ জানুয়ারী বিকেলে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকরেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এর পর তারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মহাসিন শেখ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়া।

পদবঞ্চিত নেতা মহাসিন শেখ বলেন, গত ১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থানা কমিটির নেতারা কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এর ১১ দিন পর রাতের আঁধারে ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে বসে মো. হানিফ মিয়াকে সভাপতি ও সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে হিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পড়েন। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।

তিনি আরও জানান, কমিটির সংশ্লিষ্ট নেতারা আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী লীগ পরিবারের একজন ব্যবসায়ীকে যুবদলের সভাপতি করেছেন। যাঁকে সভাপতি করা হয়েছে, তিনি কোনো দিন জাতীয়তাবাদী দলের কর্মীও ছিলেন না। ঘোষিত কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, হিরণ ইউনিয়ন যুবদল যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা সাংগঠনিকভাবেই গঠন করা হয়েছে। এই কমিটি বাতিলের কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, লুৎফর রহমানের সাথে যে ছবি তোলা হয়েছে, তা রাজনৈতিক দল হিসেবে নয়, পরিচিত মুখ হিসেবে।

গোপালগঞ্জ জেলা যুব দলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কোনো আওয়ামী লীগের নেতাকর্মী সুবিধার্থে বিএনপি ও সহযোগী সংগঠনে প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, আর যদি কেউ অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তিনি হিরণ ইউনিয়নের যুব দলের কমিটি সম্পর্কে জানান, যাদের কমিটিতে রাখা হয়েছে, তদন্ত করে দেখা হবে যদি সাংগঠনিকের বাহিরে কমিটি দেয়া হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারতের মধ্যে টানাপোড়েন

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে চীন ও ভারতের মধ্যে একটা অদৃশ্য টানাপোড়েন চলছে। চীন এখানে অর্থায়ন করতে চায়। কিন্তু ভারত বরাবর

নিউইয়র্কে বিক্ষোভ করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত

মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর অংশে সড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (বয়স আনুমানিক ৪৫) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার কুতুবপুর মুন্সির

টাঙ্গাইলে দুই নারীসহ চার মাদক বিক্রেতা গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকা থেকে সোমবার (৪ নভেম্বর) ভোরে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যর বিক্রি নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক: নায়িকা পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (১৮

বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন