জেলা মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদককে কোটালীপাড়া যুবদলে অনুপ্রবেশের চেষ্টা,রাজনৈতিক মহলে গুঞ্জন 

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনাকারী ও গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর আন্দোলনে কয়েকশ লোকের নেতৃত্বদানকারী গোপালগঞ্জ জেলা মৎসজীবীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি লুৎফর রহমানকে কোটালীপাড়া উপজেলা যুবদলে অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছে । লুৎফর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের সামছুল হকের ছেলে।

এদিকে ৫ জুলাই গণ-অভ্যুত্থানের পর কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্তরে দাড়িয়ে লুৎফর রহমানের সাথে ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেন কোটালীপাড়ার স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে মানুষের মাঝে জানজানি হলে দলীয় চাপে সেই ছবি ডিলেট করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহবায়ক লালন শেখ ও ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার কোটালীপাড়া রিপোটার্স ক্লাবে এক প্রেস বিজ্ঞপ্তিতে ও সামাজিক যোগাযোগ ফেসবুক পোষ্টের মাধ্যমে জানান, স্থানীয় ভাই হিসেবে ছবি তোলা হয়েছে, এটি কোনো রাজনৈতিক ছবি নয়।

কোটালীপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে লুৎফর রহমান মোঃ লুৎফর রহমান বঙ্গবন্ধু সৈনিক লীগ, গোপালগঞ্জ জেলার সভাপতি, মুক্তিযোদ্ধা কল্যাণ ও পরিবার পুণর্বাসন সোসাইটি (রেজিঃ নং-৬৩/৬) সাধারণ সম্পাদক,

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, গোপালগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭১-এর হেমায়েত বাহিনী মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক এতো গুলো বিগত সরকারের আমলে পদথাকা সত্ত্বেও কিভাবে এখনো বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে চলাফেরা সহ একসাথে ছবি তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। এছাড়াও নাম না প্রকাশে অনেকে জানান, লুৎফর রহমান এলাকায় থাকছে যুবদল, ছাত্রদল সহ অনেক নেতাকর্মীদের ছত্রছায়ায়।

এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ জানুয়ারী বিকেলে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকরেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এর পর তারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মহাসিন শেখ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়া।

পদবঞ্চিত নেতা মহাসিন শেখ বলেন, গত ১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থানা কমিটির নেতারা কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এর ১১ দিন পর রাতের আঁধারে ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে বসে মো. হানিফ মিয়াকে সভাপতি ও সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে হিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পড়েন। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।

তিনি আরও জানান, কমিটির সংশ্লিষ্ট নেতারা আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী লীগ পরিবারের একজন ব্যবসায়ীকে যুবদলের সভাপতি করেছেন। যাঁকে সভাপতি করা হয়েছে, তিনি কোনো দিন জাতীয়তাবাদী দলের কর্মীও ছিলেন না। ঘোষিত কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, হিরণ ইউনিয়ন যুবদল যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা সাংগঠনিকভাবেই গঠন করা হয়েছে। এই কমিটি বাতিলের কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, লুৎফর রহমানের সাথে যে ছবি তোলা হয়েছে, তা রাজনৈতিক দল হিসেবে নয়, পরিচিত মুখ হিসেবে।

গোপালগঞ্জ জেলা যুব দলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কোনো আওয়ামী লীগের নেতাকর্মী সুবিধার্থে বিএনপি ও সহযোগী সংগঠনে প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, আর যদি কেউ অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তিনি হিরণ ইউনিয়নের যুব দলের কমিটি সম্পর্কে জানান, যাদের কমিটিতে রাখা হয়েছে, তদন্ত করে দেখা হবে যদি সাংগঠনিকের বাহিরে কমিটি দেয়া হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুথানে কেবলমাত্র ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোই নয়, বৈশ্বিক চাপের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার পাশাপাশি আন্দোলনরত জনসাধারণের প্রতি নমনীয় থাকার জন্য হুমকী

বাজি ধরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে লাশ হয়ে ফিরলো এসএসসি পরীক্ষার্থী সৌরভ

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় বাজি ধরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে মো.সৌরভ শেখ (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর

সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: তীব্র গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার পাঠদান আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার

সাবেক রেলমন্ত্রীকে ধরতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমকে ধরতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম। তিনি ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি।

মসজিদে সামাজিক দূরত্ব বিধি বাতিল করল কুয়েত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের সরকার মসজিদ থেকে সামাজিক দূরত্ব বিধি তুলে নিয়েছে। ফলে, দেশটির মুসল্লিরা আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন।