জেলবন্দি থেকেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে ইমরান খানের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক: জেলবন্দি থেকেই যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরবর্তী চ্যান্সেলর হওয়ার জন্য আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খানের দল পিটিআই। সংবাদ সূত্র আলজাজিরা।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় পিটিআই জানিয়েছে, পিটিআই লন্ডনের মুখপাত্র সাইয়েদ জুলফিকার বুখারির মাধ্যমে এই আবেদনপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন অক্সফোর্ডের সাবেক ছাত্র ইমরান খান। পাকিস্তানের প্রধান বিরোধী দলটি রোববার (১৮ আগস্ট’) আরও জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে বেআইনিভাবে বন্দী রয়েছে এই নেতা।

বন্দী থাকা সত্ত্বেও ইমরান খান তার নীতি ও যে কারণে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলার সময় বুখারি বলেছেন, ইমরান খান জানান যে তিনি তার আবেদনপত্র জমা দিতে চান। এখন আবেদনপত্রটি যাচাই-বাছাই করা হবে।

তিনি বলেন, এটি একটি প্রতীকী পদ। তবে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। ইমরান খান অক্সফোর্ড থেকে বের হওয়া মানুষদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন। তিনি চ্যান্সেলর হলে বেশ ভালোই হবে। জুলফিকার বুখারি আরও বলেন, ইমরান খান যদি চ্যান্সেলর হন তাহলে তিনি হবেন এশিয়ান বংশোদ্ভূত প্রথম ব্যক্তি। এটি কেবল পাকিস্তানের জন্য নয়, সমগ্র এশিয়া ও বাকি বিশ্বের জন্য একটি দুর্দান্ত অর্জন হবে।

এতদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে দায়িত্ব পালন করে আসছিলেন হংকংয়ের শেষ ব্রিটিশ গভর্নর ক্রিস প্যাটেন। তবে তিনি গত ফেব্রুয়ারিতে চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। তারপরই এই পদে আবেদন করার বিষয়টি জানালেন ইমরান খান। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসারে, চ্যান্সেলর পদের মেয়াদ ১০ বছর। এই পদে কারা কারা আবেদন করেছেন তাদের নাম আগামী অক্টোবর পর্যন্ত প্রকাশ করা হবে না এবং ওই মাসের শেষ দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যবসায়ীকে মারধর করে লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় এক কাপড় ব্যবসায়ীর নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা সহ একটি এন্ড্রোয়েড ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ৫ ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাত্র

যুক্তরাজ্যে থাকলে রাজনীতি করতে পারবেন না তারেক?

নিজস্ব প্রতিবেদক: তারেক জিয়ার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে যোগাযোগ রয়েছে। বিশেষ করে অপরাধ

টোল প্লাজায় প্রাইভেট কারের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

এবার নতুন কৌশলে মাঠে নামছে আ.লীগ

ডেস্ক রিপোর্ট: নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে দলটি। এবার ফিলিস্তিন ইস্যুতে ‘মুভমেন্ট ফর

বগুড়ায় ‘রাজনীতিনিয়ন্ত্রিত’ সাংবাদিকতা

ঠিকানা টিভি ডট প্রেস: প্রায় চার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগর খ্যাত বগুড়ায় সাংবাদিকতার রয়েছে অসাধারণ এক সোনালি ঐতিহ্য।

শীর্ষ নেতারাই রিজভীর ওপর কেন বিরক্ত’

নিজস্ব প্রতিবেদক: রুহুল কবির রিজভী বিএনপির আপসহীন নেতা হিসেবে পরিচিত। কিন্তু রিজভীর ওপর এখন বিএনপির শীর্ষ নেতারাই বিরক্ত। রিজভীর বাড়াবাড়িতে অতিষ্ঠ বিএনপির নেতারা। বিএনপির চেয়েও