ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে চার বস্তা টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সন্দেহভাজনকে একজন গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ জুন,) রাতে এ অভিযান চালানো হয়।
অভিযানে আটক হওয়া ব্যক্তি ইসাক আহম্মেদ জানান, তার ওষুধ ফার্মেসিতে ‘বুনিয়া সোহেল’ নামের এক ব্যক্তি ওই চার বস্তা টাকা রেখে যান। এছাড়া তিনি কিছু জানেন না।
প্রসঙ্গত, ‘বুনিয়া সোহেল’ কে আইন শৃঙ্খলা বাহিনী কয়েকদিন পূর্বে আটক করার পর আবার ছেড়ে দেওয়া হয়। এছাড়া জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়।
গত বছরের ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুর এলাকায় রাজনৈতিক পট পরিবর্তনের জেরে বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। দখলবাজি, মাদক কারবার, চাঁদাবাজি ও সশস্ত্র সহিংসতায় এলাকাটি কার্যত রাজধানীর এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। ফুটপাত, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিতে একাধিক সন্ত্রাসী গ্রুপের মধ্যে চলছে সংঘাত।
এই প্রেক্ষাপটেই ঈদের ছুটির মধ্যে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ জব্দ করল আইনশৃঙ্খলা বাহিনী।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.