নিজস্ব প্রতিবেদক: যশোরে জুসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।'
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গ্রেফতারের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাজ শহরের শংকরপুর বটতলা এলাকার শাহাজানের ছেলে। গত ৩ এপ্রিল তার বিরুদ্ধে ভুক্তভোগী ওই প্রেমিকসহ তার বন্ধুর বিরুদ্ধে মামলা করেছিলেন।
মামলায় উল্লেখ করেছিলেন, শংকরপুর বটতলা এলাকার শাহাজানের ছেলে তাজের সাথে ভুক্তভোগী তরুণীর ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে তাজ তাকে বাসা থেকে ডেকে নিয়ে আসো। পরে কৌশলে শহরের বেজপাড়ার বুনোপাড়ার একটি তিনতলা ফ্ল্যাটে নিয়ে যায়। ফ্ল্যাটের বাইরে পাহারায় ছিল তাজের বন্ধু শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত অশোকের ছেলে আনন্দ। ফ্ল্যাটে যাওয়ার পর তাজ তাকে (তরুণী) জুস খেতে দেয়। খাওয়ার কিছু সময় পর অর্ধচেতন হয়ে পড়ে। সেই সুযোগে তাজ তাকে ধর্ষণ করে।পরে থানায় মামলা করে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, মঙ্গলবার সকালে প্রেমিক তাজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। অপরজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.