ডেস্ক রিপোর্ট: জুলাই মাসের হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এই জনসভায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “যেকোনো নির্বাচনের আগে দুটি বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমত, জুলাই মাসের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার দৃশ্যমান হতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এই দুইটি শর্ত পূরণ না হলে বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।”
তিনি আরও বলেন, জামায়াত একটি এমন দেশ গঠনের স্বপ্ন দেখে, যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারার প্রয়োজন পড়বে না এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.