
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ০৮ জানুয়ারি ২০২৫ বিচার, সংস্কার, গণপরিষদের নির্বাচন এবং গণঅভ্যুত্থানে শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়াসহ সাতটি বিষয় ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি লিফলেট বিতরণ করেছেন।
আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে মহানগরীর সাহেব বাজার, মনিচত্বর এলাকায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণ করেন। এ সময় ‘জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, আমরা চাই, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত জুলাই ঘোষণাপত্র তৈরি হোক।