“জুলাই অভ্যুর্থান” একটি বিপ্লব ও বেঁচে থাকার প্রেরণা

দেশের প্রয়োজনে, দেশের ক্রান্তিকালে একটি বিপ্লব ঘটে। যাকে বলে বেঁচে থাকার যুদ্ধ, বাঁচিয়ে দেওয়ার যুদ্ধ। তেমনি একটি বিপ্লবের নাম ২৪’র জুলাই বিপ্লব কিংবা জুলাই অভ্যুর্থান। স্বাধিনতার চুয়ান্ন বছরে এসেও এ জাতী নতুন করে বাঁচতে আরেকটি বিপ্লবের প্রয়োজন মনে করেছে। যে বিপ্লবে স্বৈরচার বিরোধী সবদল, সবমত, সব বয়সের মানুষের স্বতঃস্ফুর্ততা ছিল। দুই সহস্রাধিক জীবনের সলীল সমাধির মধ্য দিয়ে একটি ফ্যাসিস্টের বিদায় হলো। বিশ্ব দেখেছে বাংলাদেশে তারুণ্যের বিপ্লব। বেঁচে থাকার যুদ্ধে বাঙ্গালী আপোষহীনতার পরিচয় দিয়েছে ৭১’র পরবর্তী ২৪’র জুলাই বিপ্লবে। এ জুলাই এনে দিয়েছে রাজবন্ধির রাজকীয় মুক্তি। হারানো সম্মান পুনঃপ্রাপ্তি। কথা বলার স্বাধিনতা। অভাব, অভিযোগ নিয়ে সীমাহীন আন্দোলনের সুযোগ। গৃহবন্ধির মুক্ত বিহঙ্গের মতো বিচরণ।

২৪’র জুলাই অভ্যুর্থান গায়ের মেটোপথে ভয়ে ভয়ে চলাফেরা করা লোকদের শহর-গঞ্জে দাফিয়ে বেড়ানোর স্বাধিনতা এনে দিয়েছে। মৃত্যুরপথ থেকে নতুন জীবন নিয়ে ফেরার অসংখ্য গল্পের উপখ্যান এ জুলাই বিপ্লব। সভ্যতার যুগে পৃথিবীর নারকীয় মানবতা বিরোধী লৌহমর্ষক চিত্র ‘আয়নাঘর’র সন্ধান দিয়েছে এ জুলাই বিপ্লব। মুমূর্ষূ একটি দেশের হাল ধরার মতো অলৌকিকভাবে বিশ্বব্যক্তিত্ব ডক্টর ইউনূসের আবির্ভাব ঘটিছে এ বিপ্লব। বিশ্ব দরবারে নতুন করে বাংলাদেশের আলাদা পরিচিতি পেয়েছে। প্রতিবেশী স্বার্থপর, চরম স্বার্থপর দেশ ‘ভারত’ ছাড়া নিজেদের স্বনির্ভরতা এনে দিয়েছে। প্রতিবেশী শত্রুকে চোখে চোখ রেখে কথা বলার দুঃসাহস দেখিয়েছে জুলাই বিপ্লব।

স্যার, ‘একটা মরে তো আরেকটা সামনে চলে আসে’ এমন একটা সিচুয়েশনের নাম জুলাই অভ্যুর্থান। বিশ্ব দেখেছে ‘তারুণ্যের বাংলাদেশ’! বাংলাদেশ ৭১’এনেছে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশ ‘জুলাই’ এনেছে অজস্র জীবনের বিনিময়ে। বাংলাদেশ বাঁচতে শিখেছে, মরতেও বদ্ধপরিকর। বাংলাদেশ তার প্রয়োজনে আর থামবে না। দমিয়েও রাখা যাবে না। এদেশের তারুণ্যে দেশপ্রেম জেগেছে। জীবনের চেয়ে দেশ এবং দেশের স্বাধিনতাকে গুরুত্ব দিতে শিখেছে।

পৃথিবীর ঘটনাবহুল ঘটনাগুলোর মধ্যে বাংলাদেশের ছাত্রজনতার গণ অভ্যুর্থান ‘জুলাই বিপ্লব’ একটি। বন্দুকের নলকে উপেক্ষা করে জীবনের মায়াকে তুচ্ছ করে বুক টানটান করে মরতে মরিয়া প্রজন্মকে দেখেছে বিশ্ব। দেশের ইতিহাসে প্রথম ‘রাষ্ট্রপ্রধানসহ একটি সাজানো, গোছানো মন্ত্রিপরিষদ’ পালিয়েছে। বিশ্ব স্বাক্ষি একজন জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে। কী পরিমাণ অত্যাচার করলে, কী পরিমাণ ফ্যাসিস্ট হলে এমন পরিণতির শিকার হতে হয়। এ বিপ্লবে স্থানীয় অসংখ্য জনপ্রতিনিধি পালিয়েছে। পালিয়ে বেড়াচ্ছে জনপদের মানুষকে কষ্ট দেওয়া অসংখ্য মানব সন্তান। কারণ, ক্ষমতার অপব্যবহার। পেশিশক্তির অপব্যবহার।

দেশের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির পালিয়ে যাওয়ার, প্রাণে বাঁচার গল্প শুনে কৌতুকের মতো বিনোদন নিচ্ছে। কেউ কলাপাতার বিছানায় জঙ্গলে শুঁয়ে পড়েছে, কেউ কচুরি ফণায় লুকিয়ে সীমান্ত পার, কেউ জনগণের গণধোলাইয়ের শিকার, কেউ সমুদ্র বিলাসে খোলস পাল্টানো সুরুতে ধরা। কি একটা অবস্থা। এসব কিছুর মূলেই জুলাই অভ্যুর্থান! ‘জুলাই’ বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, কোনো ‘অত্যাচার, জুলম, অবিচার, অনাচার’ স্থায়ী হয় না। কারো স্বাধিনতায় হস্তক্ষেপ, কারো প্রতি অতিমাত্রায় জুলমের পরিণতি খুব ভালো হয় না। এদেশের প্রয়োজনে বারবার ‘একাত্তর, জুলাই’ ফিরে আসবে। হয়তো নতুন নামে, নতুন করে।

নতুন বাংলাদেশ। নতুন আঙ্গিকে গড়ে উঠুক। অতীত থেকে শিক্ষা নিয়ে নমনীয় হোক দেশের সকল ফ্যাসিস্ট বলয়। এদেশ ভালো থাকলে এদেশের আঠারো কোটি মানুষ ভালো থাকে। এদেশের স্বাধিনতা, স্বার্ভভৌমত্ব টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। সুন্দর একটি স্বদেশের প্রত্যাশা সকলের অন্তরে লালিত হোক। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইতিহাসের প্রতি সম্মান জানাই। জুলাই অভ্যুর্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন হোক জুলাইকে দেশের এবং রাষ্ট্রীয় জীবনে ধারণ করা।

লেখক-

শিব্বির আহমদ রানা

(সমাজ ও গণমাধ্যমকর্মী)

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সুনামগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের

মহার্ঘ ভাতা বাস্তবায়নে সময় লাগবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতা কার্যকর করতে সময় লাগবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের

এনায়েতপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মুক্তার হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বুধবার সকালে এনায়েতপুর থানা যুবদলের কার্যালয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে

জনপ্রশাসনসহ সাধারণ সেবা খাতে সংস্কার হয়নি, বেড়েছে সরকারের খরচ

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান ৪৩ মন্ত্রণালয় থেকে কমিয়ে ২৫টি এবং বিভাগের সংখ্যাও কমানোর সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। সরকারের ব্যয় কমাতে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব

আশুগঞ্জে সেনা অভিযানে ‘পাখি জসিম’ গ্রেপ্তার: ইয়াবা, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত গোপন অভিযানে আলোচিত মাদক কারবারি ও কথিত পুলিশের সোর্স জসিম ওরফে ‘পাখি জসিম’কে গ্রেপ্তার করেছে যৌথ