
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাইকে ব্যবহার করে একটি শ্রেণি তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছে, সম্পদের পাহাড় গড়েছে। আমরা এ প্রজন্ম বেঁচে থাকতে জুলাই নিয়ে কাউকে ব্যবসা করতে দেব না ইনশাআল্লাহ।’
সোমবার বেলা ১২টার দিকে রংপুর কারমাইকেল কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, ‘আবু সাঈদের স্বপ্ন ও শহীদ পরিবারের স্বপ্ন বাস্তবায়নে আমরা জীবন দিতে প্রস্তুত। এখনো শহীদ পরিবারের মায়েরা কান্না করেন। তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। এই সমাজে কোনো জুলুম বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে দখলদারিত্ব, ফ্রিতে খাওয়ার রাজনীতি বা জোর করে কাউকে মিছিলে নেওয়ার সংস্কৃতি আর চলবে না। শিক্ষার্থীদের স্বার্থেই এ ধরনের রাজনীতি পরিত্যাগ করতে হবে।’
জাহিদুল ইসলাম ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, ‘সেদিনের ঘটনাই দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। পরবর্তীতে সেই ধারাবাহিকতায় আলেম-ওলামা, দেশপ্রেমিক সেনা অফিসারসহ বহু মানুষ হত্যার শিকার হয়েছেন।’
তিনি জানান, সম্প্রতি চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী–বান্ধব কার্যক্রমের মাধ্যমে শিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
তিনি আরো বলেন, ‘এই বিজয় তখনই অর্থবহ হবে, যখন নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রতি দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.