নোয়াখালী প্রতিনিধি: জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জে এক বিএনপি কর্মীকে গুলি করার পর জবাই ও হাত পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত খুনের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ।
নিহত মো. কবির হোসেন ওরফে ছালি কবির (৩৩) একই ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। লিটন দেওয়ান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মো. কবির হোসেন ওরফে ছালি কবির স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন। গত ৫ আগস্টের পর কবির এলাকায় আসেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের সুজায়েতপুর বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান। জুমার নামাজ আদায় করেই তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান।
পূর্ব নেয়ামতপুর গ্রামে পৌঁছালে ওই সময় মুখোশ পরা ৫-৬ জন দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে ছালি কবিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কবির মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সন্ত্রাসীরা তার বা পায়ের রগ কেটে, গলা কেটে জবাই করে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সোহাম্মদ ইব্রাহীম, বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান, সেনাবাহিনী, পিবিআই, ডিবি পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)। সোহাম্মদ ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তির বিরুদ্ধে তিনটি মামলা ছিল। তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানাতে পারব।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.