
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে নেমে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করে শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন দিতে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে।
আজ শুক্রবার জেলা প্রশাসকের কাছে ইসির এ–সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানান কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান।
জাপার চেয়ারম্যান জি এম কাদের সংসদ সদস্য ও সংসদে বিরোধী দলের উপনেতা। গতকাল বৃহস্পতিবার বরিশাল শহরে সমাবেশ করে তিনি দলীয় মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেনের পক্ষে ভোট চান। যদিও আগের দিন বুধবার আচরণবিধি প্রতিপালনে রিটার্নিং কর্মকর্তা তাঁকে চিঠি দেন।
স্থানীয় সরকারের নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে সংসদ সদস্য, মন্ত্রীসহ সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রচারে অংশ নেওয়ার বিধিনিষেধ রয়েছে।
বরিশাল জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, জাপা মেয়র প্রার্থীকে নিয়ে প্রতীক বরাদ্দের আগে দলের চেয়ারম্যান সংসদে বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বৃহস্পতিবার সিটি এলাকায় শোভাযাত্রা, মিছিল নিয়ে শোডাউন, সভা, নির্বাচনী প্রচার ও নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রতীক বরাদ্দের আগেই কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের নির্বাচনী এলাকায় শোভাযাত্রা, শোডাউন, মিছিল, সভা, নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা পরিপন্থী।
এ বিষয়ে জানতে চাইলে জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করলে করুক, আমার সফরে কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি। পুলিশই আমাকে এ কথা বলেছে।’