
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় মনোনীত হয়েছেন বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ ও ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন খন্দকার শিরিন আরা খানম।
এডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা।
আজ (১৯ মঙ্গলবার ) জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হাসান ইকবাল শহীদকে
কলেজের সভাপতি ও খন্দকার শিরিন আরা খানমকে বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে।
জানাগেছে- গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দেয়। পরে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক সিরাজগঞ্জ জেলার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান জিন্দানী
ডিগ্রি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুন্নাহ’র নির্দেশে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে কলেজের এডহক কমিটি মনোনয়ন দিয়েছেন।’