‘জাসদের ঐক্য চেষ্টা: বেরিয়ে যেতে পারে ১৪ দল থেকে’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে ভরাডুবির পর জাসদ এখন তার তিনটি অংশের মধ্যে ঐক্যের চেষ্টা করছে। আ স ম আব্দুর রবের নেতৃত্বে জেএসডি, হাসানুল হক ইনুর জাসদ এবং শরীফ নুরুল আম্বিয়ার জাসদের মধ্যে ঐক্যের গুঞ্জন শোনা যাচ্ছে। আওয়ামী লীগের বলয় থেকে বেরিয়ে পৃথক অবস্থান নেওয়ার জন্যই জাসদের কেউ কেউ এই ঐক্য প্রক্রিয়া করছে বলে ধারণা করা হচ্ছে।

এবার নির্বাচনে জাসদের প্রধান নেতা হাসানুল হক ইনু পরাজিত হয়েছেন। তার এই পরাজয় জাসদ সহজভাবে নিতে পারেনি। জাসদের অভ্যন্তরীণ মূল্যায়ন হলো আওয়ামী লীগের একটি অংশ তাকে জোর করে হারিয়ে দিয়েছে। কুষ্টিয়ায় যে আসনটিতে ইনু পরাজিত হয়েছেন, সেই আসনটি ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগের আসন এবং প্রভাবশালী নেতা মাহবুবউল আলম হানিফের সঙ্গে হাসানুল হক ইনুর দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে।’

তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেন, জাসদের হাসানুল হক ইনু জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে কোন রকম যোগাযোগই রাখেননি। সবচেয়ে বড় কথা হলো, তিনি নির্বাচনের আগেই শুধু নির্বাচনী প্রচারণা করেছেন। সারাবছর তিনি কোন কর্মকাণ্ডই করেননি, শুধু আওয়ামী লীগের বিরোধিতা করা ছাড়া। আর এই সমস্ত পাল্টাপাল্টি অভিযোগের পর হাসানুল হক ইনু এখন আওয়ামী লীগের ব্যাপারে নেতিবাচক অবস্থান গ্রহণ করেছেন। এই নেতিবাচক অবস্থার প্রমাণ পাওয়া যায় যখন তিনি তার দল সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নিতে অস্বীকৃতি জানায়।

একটি সূত্র নিশ্চিত করেছে যে, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাসদের শিরীন আখতারকে সংরক্ষিত আসনে মনোনয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছিলেন। নির্বাচনের আগেও তিনি জাসদকে আশ্বস্ত করেছিলেন যে, শিরীন আখতারকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু জাসদের পক্ষ থেকেই আওয়ামী লীগকে জানিয়ে দেওয়া হয় যে, তারা সংরক্ষিত আসনে জাসদের কাউকে দিতে চান না। আর এ কারণেই আওয়ামী লীগ শেষ পর্যন্ত ৪৮ টি আসনেই তাদের নিজস্ব পছন্দের প্রার্থীদেরকে মনোনীত করেছে। শিরীন আখতারের সংরক্ষিত আসনে মনোনয়ন গ্রহণ না করাটা ইঙ্গিতবাহী বলে মনে করছে।

নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের বলয় থেকে বেরিয়ে যাওয়া অর্থাৎ ১৪ দল থেকে বেরিয়ে যাওয়ার জন্য জাসদের কোন কোন নেতার পক্ষ থেকে দাবি উঠছে। জাসদও এখন একটি পৃথক অবস্থান গ্রহণ করতে চায়। আওয়ামী লীগ তাদের অবজ্ঞা করছে, আওয়ামী লীগের কাছে জাসদ গুরুত্বহীন। এ কারণেই জাসদকে আওয়ামী লীগ এখন খুব একটা পাত্তা দিচ্ছে না-এমন অভিযোগ জাসদের নেতাদের।

নির্বাচনের আগে থেকেই আ স ম আব্দুর রবের জেএসডি এবং শরীফ নুরুল আম্বিয়ার জাসদের সঙ্গে হাসানুল হক ইনুর জাসদের কিছু নেতার যোগাযোগ হচ্ছিলো। বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ জাসদের কথা বলা হচ্ছিলো বেশ আগে থেকেই। এখন নির্বাচনে বিপর্যয়ের পর ইনুও এরকম করতে আগ্ৰহী। আর এরকম প্রক্রিয়া যদি শেষ পর্যন্ত চলতে থাকে তাহলে জাসদ ১৪ দল থেকে বেরিয়ে যেতে পারে। অন্যদিকে, তিনটি জাসদ নিয়ে একটি ঐক্যবদ্ধ জাসদ গঠন করা হতে পারে। তবে জাসদের একজন নেতা ১৪ দলের মৃত্যুর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। তারা বলেছে, আওয়ামী লীগেই তার শরিকদেরকে নূন্যতম সম্মান দিচ্ছে না, ১৪ দল এখন কার্যত মৃত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতারা ঘুম থেকে উঠেই আমেরিকার দূতাবাসে গিয়ে নালিশ করেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ দাওয়াত পেয়ে দূতাবাসে যায়। আর বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠেই

ইবিতে বাস আটকানো নিয়ে সমন্বয়ক-শিক্ষার্থীদের হাতাহাতি, বাস ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে এসবি পরিবহনের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাস আটক করে ভাঙচুর

সিরাজগঞ্জ যমুনার চরের একমাত্র স্কুলটি পুড়ে ছাই

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে যমুনার চরে গড়ে ওঠা একমাত্র নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে বিপাকে পড়েছে চরাঞ্চলের শিক্ষার্থীরা। সোমবার (২৪ জুলাই) বিকালে

ডাকাতির সময় অস্ত্রসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। এদের মধ্যে একজন সাবেক কাউন্সিলর।রোববার দিবাগত

সিরাজগঞ্জ এনায়েতপুর থানার কার্যক্রম ভাড়া ভবনে চালু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও অগ্নিসংযোগে সম্পূর্ণ রূপে পুড়ে যাওয়া সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কার্যক্রম সোমবার সকাল থেকে একটি ভাড়া করা ভবনে পূর্ণাঙ্গ

তুলে নিয়ে শেয়ার কেড়ে নেন বেনজীর ও নাফিজ, সিটিজেন টিভির চেয়ারম্যানের দাবি

ঠিকানা টিভি ডট প্রেস: গভীর রাতে সিটিজেন টিভির চেয়ারম্যান শফিকুর রহমান এমপিকে বাসা থেকে তুলে নিয়ে প্রতারণার মাধ্যমে শেয়ার লিখে নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)