
আন্তর্জাতিক ডেস্ক: প্রাচীন প্রস্তর যুগের একটি পাথরের দেয়াল মিললো জার্মানিতে। বাল্টিক সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৮ ফুট গভীর ছিলো এই স্টোন ওয়াল। এক প্রতিবেদনে জার্মানির সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গবেষকদের ধারণা, দেয়ালটির বয়স ১১ হাজার বছরের বেশি। সেই সময়, কোন পদ্ধতিতে দেয়ালটি তৈরী করা হয়েছিলো, তা নিয়েই মূলত চলছে গবেষণা। সামুদ্রিক গবেষক জ্যাকব গিয়ারসেন প্রথম দেখেনদেয়ালটি। তারও একবছর পর, আনুষ্ঠানিকভাবে শুরু হয় গবেষণা।
নমুণা পরীক্ষা করে, দেয়ালের সঠিক বয়স পরিমাপের চেষ্টা চলছে। কারণ, জায়গাটি সমুদ্রের পানিতে ডুবে গেছে সাড়ে ৮ হাজার বছর আগে। তখন, সেখানে ছিলো ঘন জঙ্গল। ধারণা, হরিণ শিকারের জন্যেই পাথরের ওপর পাথর সাজিয়ে ৩ ফুট উঁচু দেয়াল তোলা হয়েছিলো। তবে, মানুষরা সহজেই সেটি অতিক্রম করতে পারতো।’