জায়গা নেই কবরস্থানের, এগিয়ে এলো হিন্দু পরিবার

ঠিকানা টিভি ডট প্রেস: আপনজনের মৃত্যু হয়েছে, কিন্তু কবরস্থানের জায়গা নেই। কবর দেওয়া নিয়ে চিন্তায় ছিল মসজিদ কমিটি। কবরস্থানে জমির সমস্যা নিয়ে হয়রান ছিল মুসলমান সম্প্রদায়। ঠিক এমন সময় ফেনীর সোনাগাজী উপজেলায় মুশকিল আহসান করতে ধর্মীয় সস্প্রীতির অনন্য নজির স্থাপন করে এগিয়ে এলো গ্রামেরই এক হিন্দু পরিবার। উপজেলার বগাদানা ইউনিয়নে কবরস্তানের জন্য ২০ শতক জমি দান করেছে এলাকার হিন্দু পরিবার। জমি পেয়ে খুশি এলাকার মুসলমান সম্প্রদায় ও মসজিদ কমিটি।

গত শনিবার উপজেলার বগাদানা ইউনিয়নের পূর্ব পাইক পাড়া জামে মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে গোপাল ডাক্তার পরিবার ২০ শত জমি দান করার ঘোষণা দেন। স্থানীয় চেয়ারম্যান চেয়ারম্যান আলাউদ্দিন বাবুলের উপস্থিতিতে দান করা জমির সীমানা নির্ধারণ করে মুসলমান সস্প্রদায়ের কাছে বুঝিয়ে দেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের পরিবারের লোকজনকে ফুল দিয়ে বরণ করেন মুসলিম পরিবারের লোকজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আলী আলমগীর, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জগবন্ধু দেবনাথ, বগাদানা ইউনিয়ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হারাধন নাথ, সাবেক ইউপি সদস্য শাহ আলম, স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি মাহমুদুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের গোপাল ডাক্তার বাড়ির হিন্দু সম্প্রদায় পরিবারের সঙ্গে একই গ্রামের কয়েকটি মুসলিম পরিবারের সঙ্গে প্রায় দেড় শ বছরের সুসম্পর্ক রয়েছে। এই সূত্রে হিন্দু ও মুসলিম পরিবার বিভিন্ন সামাজিক, ধর্মীয় আচার অনুষ্ঠান ও বিপদে-আপদে একে অপরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মুসলিম পরিবারের কবরস্থানের জায়গা না থাকায় কোনো মুসলিম লোক মারা গেলে কবরস্থ করতে সমস্যায় পড়তে হয়। পরে হিন্দু পরিবারের নিকট জায়গা চাইলে রাজি হয়ে যায় গোপাল ডাক্তার বাড়ির হিন্দু সম্প্রদায়ের পরিবারের লোকজন।

দান করা জমির মালিক প্রবীণ শিক্ষক প্রফুল্ল নাথ বলেন, শতশত বছর ধরে মুসলিম পরিবারের কোনো লোক মারা গেলে আমাদের মুরুব্বিদের কাছে এসে মাটি দিতে অনুমতি চাইলে আমাদের বাড়ির মুরুব্বিরা অনুমতি দিতেন। যেহেতু আমাদের পূর্বপুরুষরা এই জায়গায় মুসলিমদের কবরস্থ করতে দিয়েছে, আমরা সে সম্মান ধরে রেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুলের উপস্থিতিতে প্রায় ২০ শতক সম্পত্তি মুসলিমদের কবরস্থান করতে মৌখিকভাবে দান করেছি। বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল জানান, মুসলিম সস্প্রদায়ের চাওয়ার অবসান হয়েছে। হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো অনেক মানবিকতা দেখিয়েছে। মুসলিম পরিবারের জন্য কবরস্থানের জায়গা সীমানা করে দিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি: কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি গত ২৫ বছরে একবারের জন্য জয় বাংলা বলিনি। আজ বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শপথ করে গেলাম,

পহেলা মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের

অনলাইন ডেস্ক: আগামী ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ওইদিন চাঁদ দেখা গেলে পরেরদিন ১ মার্চ সেসব দেশে পালিত

শেখ হাসিনার আসন্ন ‘ভার্চুয়াল বৈঠক’ ঘিরে আওয়ামী লীগে কী চলছে

ঠিকানা টিভি ডট প্রেস: গত আগস্টে আন্দোলনের মুখে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক:স্বল্পোন্নত দেশ (এলডিসি), থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার প্রধান উপদেষ্টার

সন্ধ্যার মধ্যে ১২ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস’

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। রোববার (৭ এপ্রিল’)

ফুলপুরের সপ্তম শ্রেণীর ছাত্রী’র আ’গু’নে জ্ব’লসে মৃ’ত্যু

মোঃ আবু রায়হান,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহে ফুলপুরের বালিয়া গ্রামের প্লাবন মিত্র (মানিক) এর দ্বিতীয় মেয়ে টিটলি (১৩)পূজা দিতে গিয়ে প্রদীপের আ’গুনে দেহ জ্বলসে মৃ’ত্যুবরণ করেছে।