ঠিকানা টিভি ডট প্রেস: প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর বক্তব্যের মামলায় আবু সাঈদ চাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৩ মার্চ') দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রওশন আলম ১৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা জানান, এ মামলায় আজ দুপুরে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. রওশন আলম বাদী পক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীর তর্ক শেষে ১৫ হাজার টাকা জামানত মুচলেকায় আসামি আবু সাঈদ চাঁদকে ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তী কালীন জামিন মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। ২৪ মে এ অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে একটি মামলা করেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.