‘জামালপুরে পুলিশ হেফাজতে মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও এসআইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা’

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ীতে থানা পুলিশের হেফাজতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের এসআইসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি’) দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতে নিহতের বাবা আব্দুস সামাদ দুলু (৬০) বাদী হয়ে মামলটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিকেলে আনোয়ার হোসেন সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা বাজারে বাজার করতে গেলে পূর্ব শত্রুতার জেরে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের নির্দেশে তার অনুসারী সোহেল রানা, ফিরোজ মিয়া ও মনছুর মিয়া ডোয়াইল ইনিয়ন পরিষদের সামনে থেকে জোর করে আনোয়ারকে তুলে নিয়ে স্থানীয় চাপারকোনা মহেষ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পিছনে নিয়ে ব্যাপকভাবে মারধর করে।’

এরপর হামলাকারীরা পুলিশে খবর দিলে সরিষাবাড়ী থানা পুলিশ গিয়ে আনোয়ার হোসেনকে আহত অবস্থায় সরিষাবাড়ী থানায় নিয়ে যায়। পরে রাত ১১টার দিকে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন তার লোকজন নিয়ে থানায় প্রবেশ করে। এরপর রাত সাড়ে ১১টার দিকে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন আনোয়ারের বাবা আব্দুস সামাদ দুলুকে ফোন করে জানায় তার ছেলে গুরুত্বর অসুস্থ তাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। হাসপাতালে গিয়ে আনেয়ারকে মৃত অবস্থায় দেখতে পায় তার স্বজনরা।

মামলায় বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় হামলাকারী সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামের মৃত নুরুল ইসলামের দুই ছেলে ও ইউপি চেয়ারম্যানের খালাতো ভাই সোহেল রানা (২৮) ও ফিরোজ মিয়া (৩৪), একই ইউনিয়নের চাপারকোনা গ্রামের মান্নান মিয়ার ছেলে মনছুর মিয়া (৩২), ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন (৪০) ও সরিষাবাড়ী থানায় কর্মরত পুলিশের এসআই শহিদুল ইসলামকে (৩৫) আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার মামলাটি আমলে নিয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই ঘটনায় কি পদক্ষেপ নিয়েছেন তা আদালতকে আগামী তিন কার্যদিবসের মধ্যে জানাতে বলেছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইমরান খানের দলের আবেদন গ্রহণ, ৩ আসনে ফল বাতিল’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীদের আবেদন গ্রহণ করে তিন আসনের ফল বাতিল করা হয়েছে। সোমবার (১৯

বাঁশখালীতে অবাধে নিধন করা হচ্ছে পরিবেশ বান্ধব বিপন্ন প্রজাতির কুচিয়া

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত নিধন করা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের জন্য উপকারী বিপন্ন প্রজাতির কুচিয়া। উপজেলার বিভিন্ন এলাকায়

জাতিসংঘের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বিএনপি: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী

রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আ’লীগ নেতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের

কুমিল্লায় গৃহকর্মী হত্যায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

কুমিল্লার দাউদকান্দিতে শিশু মরিয়ম আক্তার (৭) হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের

নতুন করে ৬৪ হাজার ৭১৮ রোহিঙ্গার অনুপ্রবেশ: আরআরআরসি

নিজস্ব প্রতিবেদক: নতুন করে বাংলাদেশে ৬৪ হাজার ৭১৮ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিনারের কার্যালয়ের (আরআরআরসি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে।