জামায়াত ক্ষমতায় এলে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে: এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলাম সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে গেলে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে। মুসলিম-অমুসলিম, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের জনগণকে সাথে নিয়ে শান্তির দেশ কায়েম করবে। কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে।,

রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম বলেন, ৫৪ বছরে ধর্ম নিরপেক্ষতা-বাদ, জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি।

কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম আরো বলেন, জামায়াতে ইসলাম একক ভাবে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণের সাথে নিয়ে জনগণের শাসন কায়েম করতে চাই। আমরা ৮ টি ইসলামী দেশপ্রেমিক দল একত্রিত হয়ে আগামী নির্বাচনে এক বাক্সে ভোট দেয়ার চেষ্টা করছি। চেষ্টা সফল হলে। জনগণ যেভাবে আমাদের পাশে এগিয়ে এসেছে। আগামী নির্বাচনের মাধ্যমে এ দেশের সংসদ ও ইসলামী সরকার কায়েম হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এত দিন আমাদের দেশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। কেউ স্বাধীনতার পক্ষে কাউকে স্বাধীনতার বিরোধী বলা হয়েছে। একটি দেশের নাগরিককে দুভাগে বিভক্ত করে কোনো দেশ বিশে^ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এ জন্য আমরা নাগরিকরা যে দলেরই হই না কেন, আমরা বাংলাদেশের নাগরিক। তাই আমরা বিভক্ত না হয়ে সবাই দেশের উন্নয়নের জন্য কাজ করি। দেশকে শান্তির দেশে কায়েম করি।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ২৪ সালের আগে যারা ক্ষমতায় ছিল, তাদের সময় দুর্গা পূজার সময় প্রায় মূর্তি ভাঙচুর, আগুন দেয়া, আক্রমণ করা হত। এ সব দায় দায়িত্ব জামায়াত শিবিরের কাঁধে দেয়া হত। কিন্তু দেখেন ২৫ সালে কোন দুর্গা পূজায় আক্রমণ হয়নি, ভাঙচুর হয়নি, আগুন লাগানোর ঘটনা ঘটেনি। দেশের মানুষ বর্তমান আরামদায়ক অবস্থায় আছে। আর যারা মন্দির ভেঙেছে, আগুন দিয়েছে, আক্রমণ করেছে তারা দেশ থেকে পালিয়ে গেছে।

কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্’র সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশিদ, জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা নায়েবে আমীর ড. খাইরুল আনাম, উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, শিব্বির আহমেদ, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আফজালুল হক প্রমুখ। উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠানে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আলাদা দিনে গণভোটে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন হবে, নাকি আলাদা

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণে রোকেয়া হলের দুই শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় রোকেয়া হলের দুই আবাসিক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে এ ঘটনা

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গুলশানে

আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ ছাত্রলীগ সন্দেহকে ঘিরে!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় শনিবার রা‌তে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। শনিবার (২২ নভেম্বর,) দিবাগত

টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রবিবার (২০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা

আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না : মান্না

ডেস্ক রিপোর্ট: আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে বলে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আগামী ৫