নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজারে আহমদ শরীফ ছামী নামে এক ছাত্রলীগ নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন।
আহমদ শরীফ ছামী বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে। ছাত্রলীগ ত্যাগ করে জামায়াতে যোগদানের বিষয়টি আহমদ শরীফ নিজেই নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বেচ্ছায়-স্বজ্ঞানে আমি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একাত্মতা ও সহমত পোষণ করে দলটির সঙ্গে সম্পৃক্ত হয়েছি।
এ ব্যাপারে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমির সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি তিনিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে জেনেছেন।
এদিকে আহমদ শরীফ ছামী জামায়াতে ইসলামীতে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন, জামায়াত নেতা কাজী আমির হোসেন, মো. নুরুজ্জামান, জাহাঙ্গির হোসেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম রাহাত, সাবেক ছাত্রনেতা মুনিবুর রহমান ও রাসেল আহমদ।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ মার্চ বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। তবে তিন মাস তিন দিন পর চিনি চোরাইয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বাতিল হলেও কলেজ কমিটি বহাল ছিল।
কলেজ কমিটির সভাপতি কামরুল ইসলাম কানাডা প্রবাসী হওয়ায় বর্তমানে মস্তফা উদ্দিন কলেজ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.