
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন, দলের নিয়মিত কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ৭ কোটি ৮০ লাখে দাঁড়িয়েছে।
তিনি এক ফেসবুক পোস্টে বলেন, “আলহামদুলিল্লাহ, জামায়াতে ইসলামী এখন দেশের একটি শক্তিশালী ও জনভিত্তিক রাজনৈতিক সংগঠন। নিয়মিত কর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে, যা প্রমাণ করে জনগণের আস্থা ও বিশ্বাস আমাদের প্রতি বৃদ্ধি পাচ্ছে।”
তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিসংখ্যান রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে, যা দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যে প্রকাশ করা হয়।’