নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উচ্চ আদালতের নির্দেশে গতকাল ১১ ফেব্রুয়ারি রবিবার রাত ৯ টায় কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।
কারাফটকে তাঁকে অভিনন্দন জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন,
ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আইনজীবী ড. হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব হোসেন আলী, এড. মারুফুল ইসলাম, এড. মুজাহিদুল ইসলাম, মুহাম্মাদ আলী মিঠুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, মাওলানা রফিকুল ইসলাম খান ২০২১ সালের ৬ সেপ্টেম্বর গ্রেফতার হন। ৩০ মাস ৬ দিন পর তিনি গতকাল কারাগার থেকে মুক্তিলাভ করেছেন। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.