‘জামায়াতের পরামর্শেই চলছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: ৭ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি হতাশ বিধ্বস্ত এবং ক্ষতবিক্ষত। দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক অনীহার সৃষ্টি হচ্ছে। তারা অদূর ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা এ নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন। বিএনপি যখন এই হতোদ্যম অবস্থা ঠিক সেই সময় বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র এবং পুরনো বন্ধু জামায়াতে ইসলামী। জামায়াত এবং বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে বিএনপি নেতারা ভাইয়ের সম্পর্ক হিসাবে অভিহিত করেছিলেন। এখন যখন বিএনপি হতাশাগ্রস্ত তখন বিএনপিকে পুনরুদ্ধারের জন্য জামায়াতে ইসলাম পাশে এসে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে বিএনপি এবং জামায়াতের সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে এখন তারা আর গোপন পরকীয়া সম্পর্ক করছে না। বরং তাদের প্রকাশ্য সম্পর্কই লক্ষ্য করা যাচ্ছে।

গত ৩০ মার্চ হোটেল সোনারগাঁওয়ে জামায়তে ইসলাম ইফতার পার্টির আয়োজন করে। সেখানে বিএনপির ১৮ জন নেতা উপস্থিত ছিলেন। এই ইফতার পার্টির পরপরই জামায়াত বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি এবং তাকে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে বিবৃতি দেয়। ধারণা করা হচ্ছে যে, জামায়াত আর বিএনপির এখন নিয়মিত যোগাযোগ হচ্ছে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে, বিএনপিকে এখন জামায়াতই চালাচ্ছে। জামায়াতের পরামর্শেই বিএনপি সবকিছু করছে।

সাম্প্রতিক সময়ে বিএনপির কোন কোন নেতা ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছেন এবং প্রকাশ্যে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে, এই সিদ্ধান্তটি তাদের দলগত নয়। কিন্তু এই ধরনের ঘোষণা যারা দিচ্ছেন, ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে দলগত ভাবে কোন ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। বরং তাদেরকে গোপনে বাহবা দেওয়া হচ্ছে। এভাবেই ভারতবিরোধী অবস্থানে ফিরে আসার পিছনেও জামায়াতের একটা বড় ভূমিকা রয়েছে বলে জানা গেছে। ঐতিহাসিকভাবে জামায়াত ভারত বিরোধী এবং ভারতের সঙ্গে জামায়াতের এই দ্বৈরথ কোন গোপন বিষয় নয়। আর এই কারণেই এখন বিএনপিকে তারা ভারত বিরোধীতার দিকে উস্কে দিচ্ছে।

বিএনপি নির্বাচনের আগ থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল। এ সমস্ত রাজনৈতিক দলের মধ্যে বাম এবং কিছু সেক্যুলার রাজনৈতিক দলও রয়েছে। নাগরিক ও গণসংহতি, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির ঐক্য প্রক্রিয়া থমকে গেছে। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি এখন দূরত্ব রক্ষা করে চলছে।

বিভিন্ন সূত্র দাবি করছে, এটির পিছনেও রয়েছে জামায়াতের হাত। জামায়াত বিএনপিকে এই সমস্ত বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য না করার ব্যাপারে প্ররোচিত করছে। এ কারণেই বিএনপি এবং জামায়াত আবার আগের মতো ঘনিষ্ঠ হয়ে কাজ করছে। তবে শেষ পর্যন্ত বিএনপি এবং জামায়াত তাদের গোপন সম্পর্ক প্রকাশ্য করবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। কারণ বিএনপির মধ্যে একটি জামায়াত বিরোধী মনোভাব ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। বিএনপির কিছু কিছু নেতা প্রকাশ্যে জামায়াতের সঙ্গে সম্পর্কের বিরোধী। এখন যদি বিএনপি জামায়াতের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হয় সেটির আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হবে সেটিও বিএনপি ভেবে দেখছে। সবকিছু মিলিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বিএনপিকে যে এখন জামায়াতই পরামর্শ দিচ্ছে এটা মোটামুটি নিশ্চিত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী বাস তিস্তায়, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় উল্টে পড়ে। দুর্ঘটনাটি ঘটে কালিম্পং এবং সিকিম সীমান্তে রংপুরের কাছে। প্রাথমিকভাবে চার জনের

সেন্টমার্টিন প্রবেশে লাগছে লিখিত অনুমতি ও এনআইডি

ঠিকানা টিভি ডট প্রেস: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এদিকে দেশের একমাত্র

কবর দেওয়ার চারদিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ মলদোভায় জীবন্ত কবর দেওয়ার চারদিন পরে এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (১৩ মে) দেশটির উতসিয়া অঞ্চল থেকে ৬২ বছর

ড. মাহফুজ রহমানকে ছেড়ে নতুন সংসারে ইভা রহমান

আবারও বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। বিয়ের তথ্য নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের

ড.ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট অভিযোগ গঠন শুনানির জন্য আজ বৃহস্পতিবার

ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি

নিজস্ব প্রতিবেদক: রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায়