‘জামায়াতের পরামর্শেই চলছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: ৭ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি হতাশ বিধ্বস্ত এবং ক্ষতবিক্ষত। দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক অনীহার সৃষ্টি হচ্ছে। তারা অদূর ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা এ নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন। বিএনপি যখন এই হতোদ্যম অবস্থা ঠিক সেই সময় বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র এবং পুরনো বন্ধু জামায়াতে ইসলামী। জামায়াত এবং বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে বিএনপি নেতারা ভাইয়ের সম্পর্ক হিসাবে অভিহিত করেছিলেন। এখন যখন বিএনপি হতাশাগ্রস্ত তখন বিএনপিকে পুনরুদ্ধারের জন্য জামায়াতে ইসলাম পাশে এসে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে বিএনপি এবং জামায়াতের সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে এখন তারা আর গোপন পরকীয়া সম্পর্ক করছে না। বরং তাদের প্রকাশ্য সম্পর্কই লক্ষ্য করা যাচ্ছে।

গত ৩০ মার্চ হোটেল সোনারগাঁওয়ে জামায়তে ইসলাম ইফতার পার্টির আয়োজন করে। সেখানে বিএনপির ১৮ জন নেতা উপস্থিত ছিলেন। এই ইফতার পার্টির পরপরই জামায়াত বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি এবং তাকে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে বিবৃতি দেয়। ধারণা করা হচ্ছে যে, জামায়াত আর বিএনপির এখন নিয়মিত যোগাযোগ হচ্ছে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে, বিএনপিকে এখন জামায়াতই চালাচ্ছে। জামায়াতের পরামর্শেই বিএনপি সবকিছু করছে।

সাম্প্রতিক সময়ে বিএনপির কোন কোন নেতা ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছেন এবং প্রকাশ্যে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে, এই সিদ্ধান্তটি তাদের দলগত নয়। কিন্তু এই ধরনের ঘোষণা যারা দিচ্ছেন, ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে দলগত ভাবে কোন ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। বরং তাদেরকে গোপনে বাহবা দেওয়া হচ্ছে। এভাবেই ভারতবিরোধী অবস্থানে ফিরে আসার পিছনেও জামায়াতের একটা বড় ভূমিকা রয়েছে বলে জানা গেছে। ঐতিহাসিকভাবে জামায়াত ভারত বিরোধী এবং ভারতের সঙ্গে জামায়াতের এই দ্বৈরথ কোন গোপন বিষয় নয়। আর এই কারণেই এখন বিএনপিকে তারা ভারত বিরোধীতার দিকে উস্কে দিচ্ছে।

বিএনপি নির্বাচনের আগ থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল। এ সমস্ত রাজনৈতিক দলের মধ্যে বাম এবং কিছু সেক্যুলার রাজনৈতিক দলও রয়েছে। নাগরিক ও গণসংহতি, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির ঐক্য প্রক্রিয়া থমকে গেছে। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি এখন দূরত্ব রক্ষা করে চলছে।

বিভিন্ন সূত্র দাবি করছে, এটির পিছনেও রয়েছে জামায়াতের হাত। জামায়াত বিএনপিকে এই সমস্ত বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য না করার ব্যাপারে প্ররোচিত করছে। এ কারণেই বিএনপি এবং জামায়াত আবার আগের মতো ঘনিষ্ঠ হয়ে কাজ করছে। তবে শেষ পর্যন্ত বিএনপি এবং জামায়াত তাদের গোপন সম্পর্ক প্রকাশ্য করবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। কারণ বিএনপির মধ্যে একটি জামায়াত বিরোধী মনোভাব ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। বিএনপির কিছু কিছু নেতা প্রকাশ্যে জামায়াতের সঙ্গে সম্পর্কের বিরোধী। এখন যদি বিএনপি জামায়াতের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হয় সেটির আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হবে সেটিও বিএনপি ভেবে দেখছে। সবকিছু মিলিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বিএনপিকে যে এখন জামায়াতই পরামর্শ দিচ্ছে এটা মোটামুটি নিশ্চিত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘সাগর-রুনি হত্যা নিয়ে মুখ খুলেছে আসামিরা, দিয়েছে বেশ কিছু তথ্য’

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যা মামলার বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ঊর্ধ্বতন

ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি

শেখ হাসিনা পারিবারের সদস্য হওয়ায় চাপে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নতুন সরকারের ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকের সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। লন্ডনে একটি ফ্ল্যাট থেকে ভাড়া আয় হিসেবে নথিভুক্ত না করায় ইতোমধ্যে

বগুড়ার কাহালু কাজীপাড়া বায়তুশ শরফ আয়োজিত হাজী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার বগুড়া  বগুড়া জেলার কাহালু উপজেলার কাজীপাড়া বাইতুশ শরফ আয়োজিত নবাগত হাজী সমাবেশ গতকাল সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। কাজীপাড়া বাইতুশ শরফ এর পরিচালক

প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে জাতি বিকল্প খুঁজে নেবে: সালাউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগে রাষ্ট্র বসে থাকবে না। জাতি বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

কাব কার্নিভাল স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম- ইউএনও কাজিপুর

আবদুল জলিলঃ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কাব এর সভাপতি দেওয়ান আকরামুল হক বলেন, “কাব কার্নিভাল কেবল বিনোদনমূলক একটি আয়োজন নয়, এটি কাব