নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই তিনি ঢলে পড়েন।
পরে নেতাকর্মীরা দ্রুত তাকে সামলে নেন। এরপর তিনি আবার উঠে বক্তব্য শুরু করলেও কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো পড়ে যান। এরপর তিনি মঞ্চেই বসে বক্তব্য শেষ করেন।,
জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, সমাবেশ শেষে ড. শফিকুর রহমানকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক আছে এবং আগের থেকে তিনি অনেকটা সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক অনুষ্ঠান শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন।
এর আগে জামায়াতের প্রচার বিভাগের নেতা আতাউর রহমান সরকার বলেন, আমিরে জামায়াতের পেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার বিকাল ৫টা ২২ মিনিটে বক্তব্য দেয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। দুই দফায় অসুস্থ হয়ে পড়ে গিয়ে শেষ পর্যন্ত মঞ্চে বসে বক্তব্য দেন তিনি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.