অনলাইন ডেস্ক: জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। বৈশ্বিক নিরাপত্তা কাঠামোয় যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলা এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং।
বিশ্ব রাজনীতিতে পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতা বৃদ্ধি করছে দুই দেশ। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার বিপরীতে মস্কোর পাশে রয়েছে চীন। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে রাশিয়াকে সহায়তা করে চলেছে দেশটি।
চীন ও রাশিয়ার এই সামরিক মহড়া বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।
সূত্র: আলজাজিরা
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.