জাপানের ১২৫০ বছরের ইতিহাসে ‘নগ্ন উৎসবে’ প্রথমবারের মতো অংশ নিলেন নারীরা’

আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছর ফেব্রুয়ারি মাসে জাপানের হনশু দ্বীপে ‘হাডাকা মাতসুরি’ নামে এক উৎসব মহা সমারোহে পালিত হয়। এই উৎসব ‘নগ্ন পুরুষ উৎসব’ বা ‘নেকড ম্যান ফেস্টিভ্যাল’ নামেও পরিচিত।’

জাপানের ১২৫০ বছর পুরোনো ‘নগ্ন উৎসবে’ প্রথমবারের মতো অংশ নিয়েছেন নারীরা। তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে অবশ্যই। গত বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলের একটি ধর্মীয় উপসানলয়ে এই উৎসব হয়।

এতে গোলাপী রঙের একটি দঁড়ি সাজিয়ে তোলেন তারা। যেটি দিয়ে বাঁশের তৈরি একটি ট্রাঙ্ক টেনে আনা হয়। উৎসবে অংশ নেওয়া নারীরা বেশ উৎফুল্ল ছিলেন।

নারীদের সাতটি দল এই উৎসবে অংশ নিয়েছিল। বলা হয়ে থাকে, এই উৎসবের মাধ্যমে শয়তানকে দূর করা হয়। এছাড়া অংশগ্রহণকারীরা মঙ্গলের জন্য প্রার্থনা করে থাকেন। এটির নাম ‘নগ্ন উৎসব’ হলেও; এতে কোনো নারী নগ্ন ছিলেন না।

উৎসবে অংশ নেওয়া নারীরা “হাপ্পি কোর্টস’ ও হাফপ্যান্ট পরেছিলেন। যেগুলো সাধারণত জাপানের উৎসবগুলোতে পরা হয়। অপরদিকে পুরুষরা পরেছিলেন লইনক্লথস। যেটি সুমো রেসলাররা সাধারণত পরে থাকেন।’

৫৯ বছর বয়সী এক নারী অংশগ্রহণকারী উল্লাস প্রকাশ করে বলেন, “আমি শুনেছি নারীরাও এতে অংশ নিতে পারবে। ফলে শহরে আনন্দ ও উল্লাস আনার জন্য আমি এতে যোগ দিতে চেয়েছিলাম।”

নারুহিতো সুন্দোয়া নামের ওই উপসানলয়ের এক ভিক্ষু জানিয়েছেন, এই উৎসবে নারীদের কখনো নিষিদ্ধ করা হয়নি। এমনকি ব্যক্তিগতভাবে অনেক নারী এসে প্রার্থনা করেছেন। তবে গত বছর নারীদের একটি সংস্থা জানতে চায়, তারা দলগতভাবে এতে যোগ দিতে পারবেন কি না। তখন জানানো হয় তারা পারবেন।

তিনি বলেছেন, “আমি মনে করি যে জিনিসটি গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো উৎসবটি সবার জন্য একটি উপভোগ্য বিষয় হবে।”

তবে এই উৎসবের মূল বিষয়টিতে যোগ দিতে পারেননি নারীরা। সেখানে অর্ধনগ্ন অবস্থায় পুরুষরা শয়তানকে তাড়া করে থাকেন। তবে যেহেতু সেখানে একে অপরের সংস্পর্শে আসতে হয়। তাই নারীদের ওই স্থানে যেতে দেওয়া সম্ভব হয়নি।’

সূত্র: রয়টার্স

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড. ইউনূসের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সেনাপ্রধান সাক্ষাৎ

মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে বাসায় খালেদা জিয়া’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা গুলশানের ভাড়াবাসা ফিরোজায় চলবে। আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই চলবে চিকিৎসা। যদি প্রয়োজন হয়, যেকোনো সময় সাবেক এই প্রধানমন্ত্রীকে

পোশাক খাতের উন্নয়নে রপ্তানিতে কমেছে ভর্তুকি’

নিজস্ব প্রতিবেদক: পোশাক খাতের পাঁচ ধরনের পণ্য রপ্তানিতে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে। ভর্তুকির হার কমানো হয়েছে অন্য সব খাতেও। মঙ্গলবার (৩০ জানুয়ারি’) এ বিষয়ে একটি

গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব

নিজস্ব প্রতিবেদক: আদাবরের রিংরোডে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে হত্যা মামলা দায়ের হয়েছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে। ডিএমপির আদাবর থানায়

খাজা মঈনুদ্দিন চিশতীর দরগাহর নিচে শিবমন্দির থাকার দাবি হিন্দু সেনার

অনলাইন ডেস্ক: রাজস্থানের আজমির শহরে অবস্থিত সুফি সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতীর দরগাহ শরীফ নিয়ে নতুন করে বিতর্কের শুরু হয়েছে। দিল্লিভিত্তিক হিন্দু

এবার সংখ্যাগরিষ্ঠতার বদলে শরিক নির্ভর মোদি

ঠিকানা টিভি ডট প্রেস: টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। এবারের নির্বাচনে ৪০০ আসন জেতার স্বপ্নে বিভোর ছিল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। তবে