জানাজায় অংশ নেয়ার আগে বিএনপির দু’গ্রুপের সংঘর্ঘে আহত ৮

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক বিএনপি নেতার বাবার জানাজায় অংশ নেয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৮জন আহত হয়েছেন।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলের সমর্থকদের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দলীয় কর্মী-সমর্থকরা জানান, রোববার উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজার রহমান মুকুলের বাবার জানাজায় অংশ নিতে যায় বিএনপি নেতাকর্মীরা। জানাজায় অংশ নেয়া নিয়ে উপজেলার নাওডাঙা পুলেরপাড় এলাকায় নজির হোসেন ও আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা শহরের উমেশ চন্দ্র ক্লাব ঘরটি দখলে নেয় উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেনের সমর্থকরা। ওই ঘরে সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন তারা।

নজির হোসেনের সমর্থকরা অভিযোগ করে বলেন, কার্যালয়ে থাকা অবস্থায় আব্দুল মান্নান গ্রুপের কয়েকজন নেতাকর্মী বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালায় এবং উপজেলার দলীয় কার্যালয়টি ভাঙচুর করে। এতে তাদের ৩ জন নেতাকর্মী আহত হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন,‘সভাপতি নজির হোসেনের সমর্থকরা অতর্কিতভাবে পার্টি অফিস ভাঙচুর করেছে। তারা প্রথমে আমাদের নেতাকর্মীকে ঘরের ভেতর আটক করে রাখে। পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। তাদের মারপিটে ৫ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। অবস্থার অবনতি হওয়ায় একজনকে রংপুরে পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত অন্য ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি শুনেছি। এখনও খোঁজখবর নেয়া হয়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)। মনিরুল ইসলাম বলেন,‘বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কতজন আহত হয়েছে তার সঠিক খবর আমাদের কাছে নেই। তবে একজন হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের কমিটি গঠিত: সভাপতি শিব্বির, সম্পাদক মিজান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর ‘মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’ এর ৩২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি এক

নিষিদ্ধ হওয়া নিয়ে ‘চিন্তিত’ নয় জামায়াত

নিজস্ব প্রতিবেদক: নির্বাহী আদেশে জামায়াতকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জামায়াতের বিরুদ্ধে

বাঁশখালীতে ফেরারর পথে কক্সবাজারের ঈদগাহে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা থে‌কে‌ কক্সবাজা‌রের বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চি‌কিৎসা নি‌য়ে ফি‌রে আসার প‌থে বাস-মাই‌ক্রো দুঘর্টনায় ৫ জন নিহত ও

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। নিহতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো.রহমত উল্যাহ ভূঁইয়া

বিদেশে সম্পদের পাহাড়, আলোচনায় লোটাস কামাল পরিবার

বিশেষ প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে পরিচিত, তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ

‘যুক্তরাজ্যে সম্পদের পাহাড় সাইফুজ্জামান চৌধুরীর’

ঠিকানা টিভি ডট প্রেস: যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম লন্ডনে সবচেয়ে সমৃদ্ধ এলাকাগুলোর একটিতে ২০২২ সালে ১ কোটি ৩৮ লাখ