জানাজায় অংশ নেয়ার আগে বিএনপির দু’গ্রুপের সংঘর্ঘে আহত ৮

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক বিএনপি নেতার বাবার জানাজায় অংশ নেয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৮জন আহত হয়েছেন।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলের সমর্থকদের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দলীয় কর্মী-সমর্থকরা জানান, রোববার উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজার রহমান মুকুলের বাবার জানাজায় অংশ নিতে যায় বিএনপি নেতাকর্মীরা। জানাজায় অংশ নেয়া নিয়ে উপজেলার নাওডাঙা পুলেরপাড় এলাকায় নজির হোসেন ও আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা শহরের উমেশ চন্দ্র ক্লাব ঘরটি দখলে নেয় উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেনের সমর্থকরা। ওই ঘরে সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন তারা।

নজির হোসেনের সমর্থকরা অভিযোগ করে বলেন, কার্যালয়ে থাকা অবস্থায় আব্দুল মান্নান গ্রুপের কয়েকজন নেতাকর্মী বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালায় এবং উপজেলার দলীয় কার্যালয়টি ভাঙচুর করে। এতে তাদের ৩ জন নেতাকর্মী আহত হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন,‘সভাপতি নজির হোসেনের সমর্থকরা অতর্কিতভাবে পার্টি অফিস ভাঙচুর করেছে। তারা প্রথমে আমাদের নেতাকর্মীকে ঘরের ভেতর আটক করে রাখে। পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। তাদের মারপিটে ৫ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। অবস্থার অবনতি হওয়ায় একজনকে রংপুরে পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত অন্য ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি শুনেছি। এখনও খোঁজখবর নেয়া হয়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)। মনিরুল ইসলাম বলেন,‘বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কতজন আহত হয়েছে তার সঠিক খবর আমাদের কাছে নেই। তবে একজন হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

অনলাইন ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকের

নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলায় ৩ সন্দেহভাজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেহানিয়াহুর বাড়িতে বোমা হামলা সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলে উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর

আবারও চাকরির মেয়াদ বাড়ছে আইজিপি চৌধুরী আল-মামুনের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ আরও বাড়ছে। ৬ মাস থেকে এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে

পাঁচ দিনেও প্রজ্ঞাপন হয়নি নাঈমুল ইসলাম খানের

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী নতুন প্রেস সচিব হিসেবে নাঈমুল ইসলাম খানের নিযুক্তির কথা চূড়ান্ত। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৮ মে এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয়ে

রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সাথে সবসময় তামাশা করে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১ মে ২০২৫: জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজধানী ঢাকাসহ

সৌদি আরবে ভিসা প্রতারণার ফাঁদে শত শত বাংলাদেশী

ঠিকানা টিভি ডট প্রেস: বাড়তি উপার্জনের আশায় ২০২২ সালের অক্টোবরে সৌদি আরব যান নরসিংদীর রায়পুরা উপজেলার মেহেরনগরের রিয়াজুল ইসলাম সোহাগ। নরসিংদী সরকারি কলেজ থেকে স্নাতক