
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কাকরাইল মোড় দিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাচ্ছিল। এই সময় তারা পুলিশের দিকে ইট ও জুতা নিক্ষেপ করে, পরে সন্ধ্যার দিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে, যার ফলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।