ডেস্ক রিপোর্ট: অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের বিভিন্ন কর্মপরিকল্পনা (রোডম্যাপ) এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না। কর্মপরিকল্পনা চূড়ান্ত অনুমোদন না হওয়ায় সেটি সম্ভব হয়নি। যদিও এ পরিকল্পনা নিয়ে আজ বৃহস্পতিবারও (২১ আগস্ট) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়। তবে কাজে ব্যস্ত থাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন না। আর ইসি সচিব আখতার আহমেদও জাপান সফরে রয়েছেন। সেজন্য এ বৈঠকে আর রোডম্যাপ চূড়ান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।'
সূত্র আরও জানায়, আগামী সপ্তাহের প্রথম দিকে এ রোডম্যাপ চূড়ান্ত করে তা প্রকাশ হতে পারে। বিশেষ করে রোববার অথবা সোমবার সে সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আজ সাংবাদিকদের বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে শেষ করা সম্ভব নাও হতে পারে।
উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তপশিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সভায় আলোচনা শেষে জানানো হয়েছিল ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল দেবে ইসি। ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের নিশ্চিত করেছেন, চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।
গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেয় এ এম এম নাসির উদ্দিন কমিশন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন–আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসি সচিব হিসেবে রয়েছেন আখতার আহমেদ।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.