জাতীয় ঐকমত্য কমিশনের কৌশল বদল, জুলাই সনদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন আবারও কৌশল পরিবর্তন করেছে। এবার দীর্ঘ সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত রূপরেখা তৈরির উদ্যোগ নিয়েছে কমিশন। চলতি সপ্তাহে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে।

কমিশনসংশ্লিষ্টরা জানান, আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি অনানুষ্ঠানিক আলোচনাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক হয়েছে, শিগগিরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বসার কথা রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা।

বিরোধের মূল বিষয়

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সময় ও পদ্ধতি নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান মতপার্থক্য।

বিএনপি বলছে, নির্বাচনের আগে সনদের কোনো আইনি ভিত্তি দেওয়া উচিত নয়, বরং নির্বাচিত সংসদ তা বাস্তবায়ন করবে।

জামায়াত ও এনসিপি নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিয়ে সনদ বাস্তবায়নের পক্ষে অনড় অবস্থান নিয়েছে।এ ছাড়া সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু ও জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে। অন্যদিকে জামায়াত সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়ার পক্ষে মত দিয়েছে।

রাজনৈতিক দলের প্রতিক্রিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আলোচনায় না হওয়া কিছু বিষয়ও খসড়ায় রাখা হয়েছে এবং সনদকে সংবিধানের ওপরে রাখার প্রস্তাব ভবিষ্যতের জন্য খারাপ নজির হতে পারে।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আলোচনার সঙ্গে খসড়ার অমিল রয়েছে এবং কেন তা হয়েছে কমিশনের কাছে তারা ব্যাখ্যা চেয়েছে।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন মনে করেন, এত বড় সাংবিধানিক পরিবর্তন করতে হলে নতুন সংবিধান প্রণয়ন ছাড়া বিকল্প নেই।

লিখিত মতামত

২২ আগস্টের মধ্যে ২৪টি রাজনৈতিক দল খসড়ার ওপর লিখিত মতামত দিয়েছে। বেশির ভাগ দল জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের সময়সীমা স্পষ্ট করার দাবি তুলেছে। ভিন্নমতের ক্ষেত্রে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে প্রতিক্রিয়া মিশ্র হলেও সনদের প্রতি সমর্থন জানিয়েছে অধিকাংশ দল।

কমিশনের বক্তব্য

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আলোচনায় অমীমাংসিত বিষয়গুলোতে সমঝোতার চেষ্টা করা হবে। তবে সমাধান নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ওপর।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিয়ন দিয়ে চলে মৎস্য কর্মকর্তার কার্যালয়

ডেস্ক রিপোর্ট: যশোরের মনিরামপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চরম লোকবলসংকটে ভুগছে। এই দপ্তরে বর্তমানে একজন অফিস সহায়ক (পিয়ন) ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। পিয়ন এসে সকাল

বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। বিষয়টি

বাণিজ্য উত্তেজনার মধ্যে বেলারুশ-রাশিয়া যুদ্ধ মহড়ায় যোগ দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার মধ্যে ভারতের সেনারা রাশিয়া নেতৃত্বাধীন ‘জাপাদ-২০২৫’ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। এতে মস্কোর সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক আরও স্পষ্ট

ডাকসু নির্বাচন; জয়ের পথে সাদিক কায়েম ও ফরহাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি ও জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা জয়ী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে।

বিস্ফোরক মামলায় বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে এই

কখন না জানি রগ কেটে দেয়: ছাত্রদল সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্রশিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত হচ্ছে যে, কখন না জানি রগ কেটে দেয়। শুক্রবার (২১