জাতিসংঘে ডক্টর ইউনুসের সাক্ষাত পেতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা তৎপর: ফজলে এলাহি আকবর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর বলেছেন, ডক্টর মুহাম্মদ ইউনুস কয়েকটা দিনের জন্য জাতিসংঘ গেছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তার সঙ্গে দেখা করতে উঠেপড়ে লেগেছে- এটা আমাদের গর্বের বিষয়। আমরা যদি একত্র হতে পারি, তাহলে এই দেশকে আমরা আকাশচুম্বি উচ্চতায় নিয়ে যেতে পারবো। জনগন সবাই একত্রিত হন ও দেশকে গড়ে তুলুন। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কক্সবাজার চকোরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যাণ্ট তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইল তার পরিবারকে সান্ত্বনা দিতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তানজিমের নাম এ দেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন না সে মারা গেছে ইউনিফর্ম পড়ে অপারেশন করতে গিয়ে- এটা একটা দুর্ঘটনার বিষয়। একটা ফুল ফুটতে না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল। এই পরিস্থিতি একটা কথা মনে করিয়ে দেয় সেটি হচ্ছে- আমাদের দেশ এখনও অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই বর্তমান পরিস্থিতি। ডাকাত বা সন্ত্রাসী দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম, বর্ণ, সব কিছু ভেদাভেদ পেছনে রেখে আমাদের কাজ করতে হবে।

সাবেক মেজর জেনারেল বলেন, আমাদের অন্তভর্তীকালীন সরকারকে কোন ভাবেই ফেল করানো যাবে না। এখোন আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। যাতে বাংলাদেশ আর কোন ফ্যাসিবাদি সরকার না আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনেকরি সেনাবাহিনীকে যদি রাজনীতিমুক্ত এবং ইলেকশন কমিশনকে যদি স্বাধীন করতে পারি- তাহলে কোন সময় এই দেশ আর ফ্যাসিস্ট সরকার জন্ম নিবে না।

ফজলে এলাহি আকবর আরও বলেন- ডাকাত বলেন আর সন্ত্রাসী বলেন, সেনাবাহিনীর একজন গর্বিত সদস্যর গায়ে হাত দিয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করতে পারে- তাহলে তিনি কত বড় সন্ত্রাসী?

এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের ঘরের পেছনে সন্ত্রাসী আছে কিনা, তাও কি আমরা জানি না। আমরা সজাগ হলে- আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, অটোমেটিক যারা বিপথগামী পথে হাটছে- তারা এ পথ ছেড়ে দিবে। আমরা চাই তারা দেশের উন্নয়নে এগিয়ে আসুক। আমাদের সাথে কাজ করুক। হানাহানি করে দেশের কোন লাভ হবেনা। আগামিতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে আসে- নিশ্চয়ই বাংলাদশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে পারব। পরে তাঁর নেতৃত্বে আসা ৮ সদস্যর সেনা কর্মকর্তারা লেফটেন্যাণ্ট তানজিম সারোয়ার নির্জনের কবর জিয়ারত করেন।

এ সময় লেফটেন্যাণ্ট কর্ণেল (অব.) শামসুজ্জামান, লেফটেন্যাণ্ট কর্ণেল (অব.) সিদ্দিক, লেফটেন্যাণ্ট কর্ণেল (অব.) রশিদ, লেফটেন্যাণ্ট কর্ণেল (অব.) সাঈদ, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) মান্নান, জেলা বিএনপির সভাপতি হান্নানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে থানায় জব্দ করা গাড়িতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানায় পরিত্যক্ত একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি), বিকেল সোয়া

অনুমতি ছাড়া ফেসবুকে পোস্ট দিতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিতে পারবেন না পাকিস্তানের সরকারি চাকরিজীবীরা। এমনকি এই প্ল্যাটফর্মগুলো ব্যবহারও করা যাবে না।’ সম্প্রতি এ সংক্রান্ত

সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হয়ে নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে আবাসস্থলে হওয়া হামলায় হানিয়ার এক দেহরক্ষীও

ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি

নিজস্ব প্রতিবেদক: রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায়

‘ভালো থেকো’ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে ‘ভালো থেকো, আমি আর পারছি না’ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক নারী চিকিৎসক শরীরের আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত চিকিৎসকের নাম ডা. অপর্ণা

উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তেল উৎপাদনে মেরাজ ওয়েল মিলকে অর্থদন্ড

জুয়েল রানা: গুণগতমান যাচাই না করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন ও বিএসটিআই এর সনদ না থাকায় মেসার্স মেরাজ ওয়েল মিলকে ৩০ হাজার