জাতিসংঘে ডক্টর ইউনুসের সাক্ষাত পেতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা তৎপর: ফজলে এলাহি আকবর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর বলেছেন, ডক্টর মুহাম্মদ ইউনুস কয়েকটা দিনের জন্য জাতিসংঘ গেছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তার সঙ্গে দেখা করতে উঠেপড়ে লেগেছে- এটা আমাদের গর্বের বিষয়। আমরা যদি একত্র হতে পারি, তাহলে এই দেশকে আমরা আকাশচুম্বি উচ্চতায় নিয়ে যেতে পারবো। জনগন সবাই একত্রিত হন ও দেশকে গড়ে তুলুন। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কক্সবাজার চকোরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যাণ্ট তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইল তার পরিবারকে সান্ত্বনা দিতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তানজিমের নাম এ দেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন না সে মারা গেছে ইউনিফর্ম পড়ে অপারেশন করতে গিয়ে- এটা একটা দুর্ঘটনার বিষয়। একটা ফুল ফুটতে না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল। এই পরিস্থিতি একটা কথা মনে করিয়ে দেয় সেটি হচ্ছে- আমাদের দেশ এখনও অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই বর্তমান পরিস্থিতি। ডাকাত বা সন্ত্রাসী দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম, বর্ণ, সব কিছু ভেদাভেদ পেছনে রেখে আমাদের কাজ করতে হবে।

সাবেক মেজর জেনারেল বলেন, আমাদের অন্তভর্তীকালীন সরকারকে কোন ভাবেই ফেল করানো যাবে না। এখোন আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। যাতে বাংলাদেশ আর কোন ফ্যাসিবাদি সরকার না আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনেকরি সেনাবাহিনীকে যদি রাজনীতিমুক্ত এবং ইলেকশন কমিশনকে যদি স্বাধীন করতে পারি- তাহলে কোন সময় এই দেশ আর ফ্যাসিস্ট সরকার জন্ম নিবে না।

ফজলে এলাহি আকবর আরও বলেন- ডাকাত বলেন আর সন্ত্রাসী বলেন, সেনাবাহিনীর একজন গর্বিত সদস্যর গায়ে হাত দিয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করতে পারে- তাহলে তিনি কত বড় সন্ত্রাসী?

এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের ঘরের পেছনে সন্ত্রাসী আছে কিনা, তাও কি আমরা জানি না। আমরা সজাগ হলে- আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, অটোমেটিক যারা বিপথগামী পথে হাটছে- তারা এ পথ ছেড়ে দিবে। আমরা চাই তারা দেশের উন্নয়নে এগিয়ে আসুক। আমাদের সাথে কাজ করুক। হানাহানি করে দেশের কোন লাভ হবেনা। আগামিতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে আসে- নিশ্চয়ই বাংলাদশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে পারব। পরে তাঁর নেতৃত্বে আসা ৮ সদস্যর সেনা কর্মকর্তারা লেফটেন্যাণ্ট তানজিম সারোয়ার নির্জনের কবর জিয়ারত করেন।

এ সময় লেফটেন্যাণ্ট কর্ণেল (অব.) শামসুজ্জামান, লেফটেন্যাণ্ট কর্ণেল (অব.) সিদ্দিক, লেফটেন্যাণ্ট কর্ণেল (অব.) রশিদ, লেফটেন্যাণ্ট কর্ণেল (অব.) সাঈদ, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) মান্নান, জেলা বিএনপির সভাপতি হান্নানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৪’মাসে অপহৃত ছয় শতাধিক, গ্রেপ্তার’ ৬৯৯

ঠিকানা টিভি ডট প্রেস: ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে গত ১৪ মাসে শিশুসহ ছয় শতাধিক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পেয়েছে পুলিশ। এসব

চরভদ্রাসনে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যান চলাচল, ঘটতে পারে দুর্ঘটনা।

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কারিকর ডাংগী গ্রামের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছে যানবাহন যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরবান্দিয়া ছনের

ইফতারের পরেই মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ করেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ইয়াছিন মিয়া (৩২) নামের এক শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। দক্ষিণখানের

শিক্ষার্থীদের অধিকারকে গুলিতে দমিয়ে দিতে চাচ্ছে সরকার: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: সরকার ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক অধিকারকে বন্দুকের গুলিতে দমিয়ে দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার ‘পুলিশের

ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাছ লুটে নেন বিএনপি কর্মী, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘেরের মাছ

সিরাজগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার একটি বড় রদবদলের মাধ্যমে দেশের আটটি জেলায় নতুন জেলা প্রশাসকদের (ডিসি)। দায়িত্ব দিয়েছে কারণ জেলাগুলি ডিসি ছাড়াই চলছিল এবং অন্যান্যদের মধ্যে