শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মো. চান মিয়া (৪০) নামে এক মাদক কারবারীকেন ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩) সকালে জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার রাতে উপজেলার ডুবিসায়বর কাজিরহাট এলাকা থেকে ওই মাদক কারবারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত চান মিয়া উপজেলার মৃত ইসমাইলের ছেলে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চান মিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে
জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডুবিসায়বর কাজিরহাট এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ চান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চান মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.