নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল এখনও ঘোষণা করা যায়নি। হল সংসদের ভোট গণনা শেষ হওয়ার পর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে। বর্তমানে ২১টি হলে কেন্দ্রীয় সংসদের ১৪টিতে গণনা শেষ হয়েছে, বাকিগুলোতেও চলমান।
উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, গণনার জন্য জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও গণনা সম্পন্ন হয়নি।
এদিকে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি এবং তাকে পদত্যাগ না করার জন্য চাপ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান পদত্যাগের ঘটনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, কমিশনের পদত্যাগ নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই করা হয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন। প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনা রাত সোয়া ১০টায় শুরু হলেও শুক্রবার বিকেলে হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে ম্যানুয়াল পদ্ধতিতে পুনরায় গণনা শুরু করা হয়েছে। গণনার কাজে পোলিং অফিসারও বৃদ্ধি করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.