জয়পুরহাট প্রতিনিধিঃ সোহেল আহম্মেদ লিও: জয়পুরহাটে লাইসেন্সের শর্ত ভেঙে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে অবৈধভাবে ধান মজুত করার অপরাধে লোকমান আলী নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে সদর উপজেলার শুক্তাহার এলাকায় র্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাদ্য দপ্তরকে সঙ্গে নিয়ে একটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। গোডাউনে প্রায় সাড়ে ৩ শ’ মেট্রিকটন ধান মজুদ অবস্থায় পাওয়া গেছে। ক্রয় বিক্রয়ের রশীদ না থাকায় এবং অবৈধভাবে গোডাউনে ধান মজুদ রাখার দায়ে ব্যবসায়ী লোমান আলীকে ৩০ হাজার টাকা জরিমাণা করা হয়। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে গোডাউনে মজুদকৃত ধান খোলাবাজারে বিক্রির আদেশ দেওয়া হয়।'
এসময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.