
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে (জবি) ‘ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ’ ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
বুধবার (১৭ জুলাই’) সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সংক্রান্ত নোটিশ লিখে প্রধান ফটকসহ ক্যাম্পাসের সব ভবনে ঝুলিয়ে দেন। একইসঙ্গে, ‘ফাঁসির মঞ্চে ঝুলছে কে? গণতন্ত্র’, ‘পনেরোর হায়না’ লেখা পোস্টারও সেখানে দেখা গেছে।
এসময় নোটিশটি বিশ্ববিদ্যালয়ের সব কয়টি ফটক ও ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে দেয়ালে ঝুলিয়ে দিয়েছে কোটা আন্দোলনকারীরা।
এর আগে, বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবি জানান শিক্ষার্থীরা।’